রোমারিওরাই ঝামেলা পাকাচ্ছে, বলছেন ব্যারেটো

বিশ্বকাপ ফুটবলে হোসে রামিরেজ ব্যারেটোর বাজি ব্রাজিল। তাঁর ধারণা, এ বার ব্রাজিলই কাপ জেতার ব্যাপারে বড় দাবিদার। শুধু তা-ই নয়, ভারতে খেলা সেরা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ভবিষ্যদ্বাণী, “দক্ষিণ আমেরিকার দেশগুলোও এ বার বিশ্বকাপে ভাল ফল করবে।” মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে একটি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন ব্যারেটো। সেখানেই নিজের দেশের আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৪ ০২:৫৩
Share:

বিশ্বকাপ ফুটবলে হোসে রামিরেজ ব্যারেটোর বাজি ব্রাজিল। তাঁর ধারণা, এ বার ব্রাজিলই কাপ জেতার ব্যাপারে বড় দাবিদার। শুধু তা-ই নয়, ভারতে খেলা সেরা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ভবিষ্যদ্বাণী, “দক্ষিণ আমেরিকার দেশগুলোও এ বার বিশ্বকাপে ভাল ফল করবে।” মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে একটি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন ব্যারেটো। সেখানেই নিজের দেশের আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলছিলেন তিনি।

Advertisement

ভারতে তিন বছর পরের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। ইস্টবেঙ্গল মাঠে এই টুর্নামেন্ট চলবে ১০ মে পর্যন্ত। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই স্কুল ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই লাল-হলুদ তাঁবুতে আসা সবুজ-তোতার। নেইমারের চোট, মেসি-রোনাল্ডোদের ফর্ম নিয়ে ব্যারেটো বলছিলেন, “ক্লাব ফুটবলের সঙ্গে বিশ্বকাপের তুলনা চলে না। এটা একেবারে আলাদা মঞ্চ। নেইমার সুস্থ হয়ে বিশ্বকাপে ভাল খেলতেই পারে। মেসি এখন ছন্দে নেই। তবে বিশ্বকাপে মেসি সফল হতেই পারে। আর ক্রিশ্চিয়ানো রোনল্ডো যে ভাবে প্রতিদিন উন্নতি করছে তাতে ওর কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে।”

বিশ্বকাপে নিজের দেশকে এগিয়ে রাখার পেছনে কিছু কারণ ব্যাখ্যা করেছেন ব্যারেটো। “কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়াটা ব্রাজিলকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করবে। ব্রাজিল টিমের ফুটবলাররাও ছন্দে রয়েছে। এই মুহূর্তে ব্রাজিল সবথেকে ব্যালান্সড টিম। নিজের দেশে বিশ্বকাপ হওয়াটা নিঃসন্দেহে নেইমারদের কাছে প্লাস পয়েন্ট হবে।” বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলে প্রায় প্রতিদিনই নানা ঝামেলা চলেছে। এর পিছনে নিজের দেশের রাজনৈতিক বিরোধকেই দায়ী করছেন ব্যারেটো। আঙুল তুলেছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোমারিওর দিকে। তাঁর দাবি, “সামনেই ব্রাজিলে নির্বাচন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ গোছাতে ঝামেলা করছে। রোমারিওর মতো ফুটবলারও এর সঙ্গে যুক্ত।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন