রোলাঁ গারোয় সম্ভবত নেই ফেডেরার

ইউরোপিয়ান ক্লে কোর্ট মরসুম শুরু হওয়ামাত্র রজার ফেডেরারকে তাঁর সবচেয়ে অপছন্দের সারফেসেও এ বার বিধ্বংসী দেখাচ্ছে। তেত্রিশ বছর বয়সী টেনিস কিংবদন্তির সতেরোটা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে মাত্র একটা ক্লে কোর্টে জেতা। কিন্তু সেই ফরাসি ওপেনেই এ বার সম্ভবত খেলবেন না ফেডেরার। এবং সে ক্ষেত্রে ২০০০ সালে অস্ট্রেলীয় ওপেন থেকে টানা ৫৫টা গ্র্যান্ড স্ল্যাম খেলার পর ফেডেরারের খেলায় প্রথম ছেদ পড়বে!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ০৩:১৬
Share:

বৃহস্পতিবার মন্টে কার্লোর ক্লে কোর্টে জেতার পর। ছবি: এএফপি।

ইউরোপিয়ান ক্লে কোর্ট মরসুম শুরু হওয়ামাত্র রজার ফেডেরারকে তাঁর সবচেয়ে অপছন্দের সারফেসেও এ বার বিধ্বংসী দেখাচ্ছে। তেত্রিশ বছর বয়সী টেনিস কিংবদন্তির সতেরোটা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে মাত্র একটা ক্লে কোর্টে জেতা। কিন্তু সেই ফরাসি ওপেনেই এ বার সম্ভবত খেলবেন না ফেডেরার। এবং সে ক্ষেত্রে ২০০০ সালে অস্ট্রেলীয় ওপেন থেকে টানা ৫৫টা গ্র্যান্ড স্ল্যাম খেলার পর ফেডেরারের খেলায় প্রথম ছেদ পড়বে!

Advertisement

না, কোনও টেনিস সংক্রান্ত কারণ এর পিছনে নেই। মন্টো কার্লো মাস্টার্সে কোয়ার্টার ফাইনাল ওঠার পথে সব মিলিয়ে মাত্র চারটি সেটে মাত্র আটটি গেম খোয়ানো, দুর্দান্ত ফর্মে দেখানো ফেডেরার মোনাকোয় জানিয়েছেন, এ বছর মে মাসে রোলাঁ গারোয় তিনি না-ও খেলতে পারেন, তৃতীয় সম্তানের বাবা হওয়ার জন্য।

যমজ কন্যার বাবা ফেডেরার গত ডিসেম্বরে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী মির্কা তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। কিন্তু তাঁদের তৃতীয় সন্তানের জন্মের সম্ভাব্য সময়টা তখন ফাঁস করেননি ফেডেরার। এখন তাঁর কথায় বোঝাই যাচ্ছে, আগামী মে মাসের শেষের দিকে ফেডেরার-মির্কার তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তবে ফেডেরার এ দিন ফের জানান, তৃতীয় সন্তানের জন্মের নির্দিষ্ট দিনক্ষণ তিনি এখনও জানেন না। ফরাসি ওপেন এ বার ২৫ জুন থেকে ৮ জুন। মন্টে কার্লোয় দু’টি ম্যাচে রাদেক স্টেপানেক এবং লুকাস রসোলকে উড়িয়ে দিয়ে নাদাল-জকোভিচের সঙ্গেই শেষ আটে ওঠা ফেডেরার বলেন, “এই মুহূর্তে এটুকু আশা করতে পারি, ব্যাপারটা যেমন ভাবছি তেমনটা হবে না। কিন্তু যদি সত্যিই হয়, তা হলে সে ক্ষেত্রে কী হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। স্ত্রী এবং সদ্যোজাত সন্তানের কাছে থাকার জন্য আমি রোলাঁ গারোয় এ বার খেলব না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন