রিয়া-মামলার ধাক্কায় ডেভিসে নেই পেজ

আসন্ন এশিয়াডে দলে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই পরের মাসে সার্বিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ডেভিস কাপ থেকে নিজেকে ফের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন লিয়েন্ডার পেজ। বছরের গোড়ায় ‘এআইটিএ ও ভারতীয় টেনিস দলে তাঁর বিপক্ষ শিবিরে’র উপর ক্ষোভে দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল টেনিস তারকা ২০১৪-তেই ভারতের জার্সি না পরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০৩:৩৫
Share:

আসন্ন এশিয়াডে দলে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই পরের মাসে সার্বিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ডেভিস কাপ থেকে নিজেকে ফের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন লিয়েন্ডার পেজ। বছরের গোড়ায় ‘এআইটিএ ও ভারতীয় টেনিস দলে তাঁর বিপক্ষ শিবিরে’র উপর ক্ষোভে দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল টেনিস তারকা ২০১৪-তেই ভারতের জার্সি না পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পর আচমকা সিদ্ধান্ত পাল্টে নিজেকে দেশের স্বার্থে পাওয়া যাবে বলে ঘোষণা করেন। দিনকয়েক আগে এশিয়াড দলে এআইটিএ লিয়েন্ডারকে নির্বাচিতও করে। যা দেখে টেনিসের ওয়াকিবহাল মনে করছিল, ডেভিস কাপেও তিনি দলে থাকতে চলেছেন।

Advertisement

কিন্তু বৃহস্পতিবার এআইটিএ-কে লিয়েন্ডার চিঠি দিয়েছেন, ১২-১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাই খেলতে পারবেন না। কারণ, ওই সময়ের আশেপাশে তাঁর মেয়েকে রাখার অধিকার নিয়ে রিয়া পিল্লাইয়ের সঙ্গে মুম্বই আদালতে যে মামলা চলছে, তার শুনানির দিন পড়ছে। ফলে ব্যক্তিগত কারণে তিনি ওই টাই থেকে অব্যাহতি চান। এআইটিএ সচিব ভরত ওঝা-ও তড়িঘড়ি জানিয়েছেন, লিয়েন্ডারের অনুরোধ রাখা হল।

এআইটিএ সূত্রের খবর, ভারত মোটামুটি তরুণ ব্রিগেডের উপরই ভরসা রাখতে চলেছে। প্রায় অবসর নিয়ে ফেলা (সরকারি ঘোষণা সম্ভবত যুক্তরাষ্ট্র ওপেন চলাকালীন) মহেশ ভূপতিকে সম্ভবত সার্বিয়া ম্যাচে বিবেচনা করা হচ্ছে না। সোমদেব দেববর্মন, সদ্য ম্যাচ ফিট হয়ে পেশাদার সার্কিটে ফেরা য়ুকি ভামব্রি, রোহন বোপান্না ও সাকেত মিনেনিকে নিয়ে দল গড়া হতে পারে। রিজার্ভে থাকতে পারেন সনম সিংহ।

Advertisement

অন্য দিকে, বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের বেঙ্গালুরুতে খেলতে আসা নির্ভর করছে ওই ডেভিস কাপের পাঁচ দিন আগে শেষ হওয়া যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর পারফরম্যান্সের উপর। জকোভিচ যদি তার আগের রবিবার নিউইয়র্কে ফাইনাল খেলেন (যেটা ভারতীয় সময়ে সোমবার), তা হলে চার দিনের মধ্যে ডেভিস কাপে নামার সম্ভাবনা খুবই কম। কিন্তু ফাইনালের আগে হেরে গেলে সে ক্ষেত্রে বাড়তি কয়েক দিনের বিশ্রাম পেয়ে বেঙ্গালুরু আসতে পারেন। তবে এক সময় বিশ্বের ১২ নম্বর ভিক্টর ট্রইকি সাসপেনশন পর্ব কাটিয়ে গত মাস থেকে সার্কিটে খেলছেন। ইতালিতে এটিপি সেমিফাইনালে উঠেছেন। তিনি এবং লাজোভিচ, বোজোলিয়াক, ডাবলস স্পেশ্যালিস্ট জিমোনজিচকে নিয়ে গড়া সম্ভাব্য সার্বিয়া দলও দারুণ শক্তিশালী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন