সিআর সেভেনের নতুন শপথ

রক্তে ফুটবল, প্রমাণ দেব আমিই সেরা

ফুটবল মাঠে তাঁকে শেষবার দেখা গিয়েছিল হতাশ মুখে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। অনেক তাবড় তাবড় ফুটবল বিশেষজ্ঞ বলেছিলেন, ব্যালন ডি’অর জিতলেও বিশ্বকাপ জয় ছাড়া কোনও ফুটবলারকে সেরাদের সেরা ধরা হয় না। লা লিগার মরসুম শুরু হতে বাকি এখনও কয়েক সপ্তাহ। তার আগেই শপথ নিচ্ছেন রোনাল্ডো। শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসার তিনিই যে যোগ্য দাবিদার, সেটা আরও একবার বিশ্বকে বুঝিয়ে দিতে চান সিআর সেভেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০২:৪৭
Share:

নিজের অন্তর্বাস কোম্পানির শুটিংয়ে রোনাল্ডো। ছবি: টুইটার

ফুটবল মাঠে তাঁকে শেষবার দেখা গিয়েছিল হতাশ মুখে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। অনেক তাবড় তাবড় ফুটবল বিশেষজ্ঞ বলেছিলেন, ব্যালন ডি’অর জিতলেও বিশ্বকাপ জয় ছাড়া কোনও ফুটবলারকে সেরাদের সেরা ধরা হয় না। লা লিগার মরসুম শুরু হতে বাকি এখনও কয়েক সপ্তাহ। তার আগেই শপথ নিচ্ছেন রোনাল্ডো। শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসার তিনিই যে যোগ্য দাবিদার, সেটা আরও একবার বিশ্বকে বুঝিয়ে দিতে চান সিআর সেভেন।

Advertisement

প্রাক্ মরসুমের প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদ এখন ব্যস্ত লস অ্যাঞ্জেলেসে। দলের সঙ্গে যোগ দেওয়ার পর রোনাল্ডোর হুঙ্কার, “ফুটবল আমার রক্তে। আগামী মরসুমে আবার প্রমাণ করতে চাই কেন আমি বিশ্বের সেরা ফুটবলার।”

পর্তুগালের বিশ্বকাপ খেলার পিছনে তিনিই আসল কারণ হলেও ব্রাজিলে চোটে ভুগতে হয়েছে তাঁকে। দলও ছিটকে যায় গ্রুপ পর্বে। এ দিন এক নামী ফুটবল ওয়েবসাইটের সেরা পুরস্কার নিয়ে রোনাল্ডো বলেন, নতুন মরসুমে আবার উজাড় করে দেবেন সব কিছু। “ব্যক্তিগত শিরোপার কোনও মূল্য নেই আমার কাছে। ফুটবলার যতই বড় হোক না কেন, জিততে গেলে সতীর্থদের সাহায্য সব সময় চাই। দলটাই সব। তাই রিয়াল মাদ্রিদের সাহায্য না পেলে কোনওদিন ব্যক্তিগত শিরোপা জিততে পারতাম না।”

Advertisement

রিয়ালের ট্রফি ক্যাবিনেটে দশ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ দেওয়ার স্বপ্ন পূরণ করতে পেরে সন্তুষ্ট সিআর সেভেন। যাঁর মতে, রিয়ালের সমর্থক থেকে ফুটবলার সবারই উচ্চাকাঙ্খী হওয়া উচিত। বলে দিচ্ছেন, “রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেললে সব সময় চেষ্টা করতে হবে প্রতিটা ট্রফি জিততে। সমর্থকদের একটা কথা এখন থেকেই জানিয়ে দিতে চাই। গত মরসুমের থেকেও ভাল ফল করার জন্য আমরা তৈরি।”

লা ডেসিমা জেতার পর রোনাল্ডো এখন ভাবছেন, কী করে ট্রফিটা তাঁর জাদুঘরে আনা যায়। বলেন, “আগেও বলেছিলাম লা ডেসিমা জিতলে আমার জাদুঘরে জায়গা করে রাখব যাতে তা সমর্থকদের দেখাতে পারি।” রিয়াল কেরিয়ারের শুরুতে সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হলেও, গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের সাহায্যে এখন সিআর সেভেন বের্নাবাওয়ের মূল অস্ত্র হয়ে উঠেছেন। ভক্তদের উদ্দেশ্যে রোনাল্ডো বলেছেন, “অনেক বিতর্কে জড়িয়েছি। অনেক বার খারাপ কারণে শিরোনামে এসেছি। এখন আমি শুধরেছি। আগের ভুলের থেকে শিক্ষা নিয়েছি। সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমার পাশে দাঁড়ানোর জন্য। ওদের চিৎকারেই প্রতিবার আরও উদ্বুদ্ধ হই।”

চোটের কারণে আবার রোনাল্ডোর জন্য বিশেষ অনুশীলন সূচি ঠিক হয়েছে। ফিটনেস কোচ সান্তি লোজানোর সঙ্গে আলাদা করেই অনুশীলন করছেন সিআর সেভেন। ক্লাবের এক কোচের মতে, রোনাল্ডোর ফিটনেস নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রিয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন