সামনে শুধুই অন্ধকার দেখছেন টাইগার

এই মুহূর্তে অনন্ত হতাশায় ডুবে তিনি। এতটাই যে বলছেন, ‘‘সামনে তাকালে শুধুই অন্ধকার দেখছি। এই অনন্ত অন্ধকারের শেষে আলোর দিশা কোথায়, জানি না!’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৬
Share:

এই মুহূর্তে অনন্ত হতাশায় ডুবে তিনি। এতটাই যে বলছেন, ‘‘সামনে তাকালে শুধুই অন্ধকার দেখছি। এই অনন্ত অন্ধকারের শেষে আলোর দিশা কোথায়, জানি না!’’

Advertisement

তিনি টাইগার উডস। বিশ্বের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের অন্যতম।

অথচ সেই গল্ফ কিংবদন্তিই এই মুহূর্তে চোটের নাগপাশে এমন অসহায় যে কেরিয়ারটাই শেষ হয়ে গেল বলে মুষড়ে পড়েছেন। পিঠে তৃতীয় অস্ত্রোপচারের পর গল্ফ স্টিক হাতে আর কোনও দিনও নামতে পারবেন কি না, বুঝতে পারছেন না। অবস্থা এমন যে প্রাক্তন বিশ্বসেরা গল্ফারের মনোবল বাড়াতে এগিয়ে এসেছে বর্তমান এক নম্বর, জর্ডান স্পিথ। চলতি বছরে মাস্টার্স এবং যুক্তরাষ্ট্র ওপেনে জোড়া মেজর জয়ী বাইশ বছরের স্পিথ অন্ধ টাইগার ভক্ত। বলেছেন, ‘‘আমার খেলায় সবচেয়ে বেশি প্রভাব টাইগারের। আমি বিশ্বাস করি ওর মধ্যে এখনও অনেক গল্ফ বাকি। চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরুক।’’ তবে সেই সুস্থ হয়ে ওঠার রাস্তাটা কী, সেটা স্পিথও জানেন না।

Advertisement

চোদ্দো মেজর জয়ী উডস আগামী ৩০ তারিখ চল্লিশতম জন্মদিন পালন করবেন। বলেছেন, ‘‘কবে ঠিক হব জানি না। আমার শল্যচিকিৎসকও জানেন না। নার্ভ-এর অস্ত্রোপচার ব্যাপারটাই এমন। আপাতত শুধু হাঁটতে পারছি।’’

নিজেকে নিয়ে হতাশা থাকলেও অনির্বাণ লাহিড়ীর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন উডস। চান রিও অলিম্পিক্সে সোনার পদকটা অনির্বাণের হাতেই উঠুক। বলেছেন, ‘‘চাইব রিও গেমসে ও জিতুক। তাতে ভারতে একটা গল্ফ-বিস্ফোরণ ঘটে যাবে!’’ ১৯০৪ সালের পর অলিম্পিক্সের আসরে ফিরছে গল্ফ। উডস মনে করেন অনির্বাণ জিতলে ভারতের বিশাল বাজারে গল্ফ আরও জনপ্রিয় হবে যা খেলাটার ভবিষ্যতের জন্য ভাল খবর।

টাইগার উডস ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের সেরাদের নিয়ে আমন্ত্রণী গল্ফ হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জে খেলছেন অনির্বাণ। যাঁর সম্পর্কে উডস বলেন, ‘‘এশিয়া, ইউরোপীয় আর যুক্তরাষ্ট্র ট্যুরে এক সঙ্গে খেলা কঠিন কাজ। প্রচুর যাতায়াত করছে যা খুবই ধকলের। সময়ই বলবে এতটা ধকল ও নিতে পারবে কি না। তবে চাইব ও সব রকমের সাফল্য পাক।’’

অদূর ভবিষ্যতে ফের ভারতেও আসতে চান। অবশ্য বলেছেন, খেলোয়াড় হিসেবে আসার সম্ভাবনা কম। এলে পর্যটক হয়ে আসবেন। উডস অবশ্য গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লি গল্ফ ক্লাবে প্রধান অতিথি ছিলেন। অনির্বাণ লাহিড়ি, শিব কপূরদের সঙ্গে এক রাউন্ড খেলেওছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement