সেরা প্রতিভা পালপ্রীত

সিম ভুল্লার, সতনাম সিংহের পর এ বার এনবিএতে খেলতে দেখা যেতে পারে লুধিয়ানার পালপ্রীত সিংহকে। বিশ্বের অন্যতম সেরা পেশাদার লিগ এনবিএ ও এসিজির সারা দেশে প্রতিভা অন্বেষণ প্রকল্পের চূড়ান্ত পর্বে বিজয়ী ২১ বছরের পালপ্রীতের ওজন ১১৫ কেজি। উচ্চতা ৬.৯ ইঞ্চি।

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪২
Share:

সিম ভুল্লার, সতনাম সিংহের পর এ বার এনবিএতে খেলতে দেখা যেতে পারে লুধিয়ানার পালপ্রীত সিংহকে। বিশ্বের অন্যতম সেরা পেশাদার লিগ এনবিএ ও এসিজির সারা দেশে প্রতিভা অন্বেষণ প্রকল্পের চূড়ান্ত পর্বে বিজয়ী ২১ বছরের পালপ্রীতের ওজন ১১৫ কেজি। উচ্চতা ৬.৯ ইঞ্চি। এ দিন গ্রেটার নয়ডাতে তাঁর নাম ঘোষণা করেন এনবিএ কিংবদন্তি ব্রায়েন শ। বলেন ‘‘ভারতে এমন প্রতিভা রয়েছে জেনে দারুণ লাগছে। দেখেই বুঝেছি ছেলেটার লক্ষ্য স্থির। আশা করি ও অনেক দূর যাবে।’’ জুন মাসে পালপ্রীত লস অ্যাঞ্জেলিসে উড়ে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement