সতীর্থ যুবরাজের সঙ্গে গ্যাংনাম নাচতে চান গেইল

যুবরাজ সিংহের সঙ্গে আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন ক্রিস গেইল। পঞ্জাবের তারকার সঙ্গে দলকে জেতানোর পাশাপাশি মাঠে সমর্থকদের আরও আনন্দ দিতে চান ক্যারিবিয়ান কিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিস্ফোরক ব্যাটসম্যান বলে দেন, “আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি। যুবি ভারতীয় তারকা হলেও ওর মতো বড় মাপের ক্রিকেটারের সঙ্গে একই টিমে থাকাটা সব সময়ই আনন্দের।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি আর যুবি এক সঙ্গে গ্যাংনাম স্টাইলে নাচব। আমি নিশ্চিত যুবিও এই মুহূর্তটার অপেক্ষায় রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৪ ০২:৩৪
Share:

আবু ধাবিতে টিম হোটেলে সস্ত্রীক ধোনি। ছবি: টুইটার

যুবরাজ সিংহের সঙ্গে আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন ক্রিস গেইল। পঞ্জাবের তারকার সঙ্গে দলকে জেতানোর পাশাপাশি মাঠে সমর্থকদের আরও আনন্দ দিতে চান ক্যারিবিয়ান কিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিস্ফোরক ব্যাটসম্যান বলে দেন, “আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি। যুবি ভারতীয় তারকা হলেও ওর মতো বড় মাপের ক্রিকেটারের সঙ্গে একই টিমে থাকাটা সব সময়ই আনন্দের।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি আর যুবি এক সঙ্গে গ্যাংনাম স্টাইলে নাচব। আমি নিশ্চিত যুবিও এই মুহূর্তটার অপেক্ষায় রয়েছে। আমরা মাঠে নামব উপভোগ করতে। সেটাই মাঠের উত্তেজনার অন্যতম উৎস হয়ে দাঁড়াবে। আর সমর্থকরা যেটা চাইবেন সেটা পাবেন বিনোদন।”

Advertisement

আইপিএলকে কৃতিত্ব রাহানের: ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার হিসেবে উঠে আসার পিছনে অজিঙ্ক রাহানে কৃতিত্ব দিচ্ছেন আইপিএলকে। ৫৪ ম্যাচে আইপিএলে ১৩১৬ রান করা মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান বলেন, “যখন আন্তর্জাতিক বোলারদের প্রথম মুখোমুখি হলাম তখন এটাই আত্মবিশ্বাস ছিল যে এই বোলারদের অনেকের বিরুদ্ধেই আমি আইপিএলে খেলেছি। বোলারদের শক্তি, দুর্বলতা নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। আইপিএল নিশ্চিত ভাবে সাহায্য করেছে।” পাশাপাশি রাজস্থান রয়্যালসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান আইপিএল সাতে তাঁর লক্ষ্য নিয়ে বলেন, “নিজের উপর চাপ দিতে চাই না। ব্যাটিংটা উপভোগ করতে চাই। রাজস্থান রয়্যালসের সাফল্যের মূল মন্ত্র একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসা। পরিস্থিতি যাই হোক না কেন। সেটাই করে যেতে চাই আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন