সন্তোষে হার বাংলার

প্রথম ম্যাচে ড্র-এর পর দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল বাংলা। শনিবার সন্তোষ ট্রফির গ্রুপ ম্যাচের লড়াইয়ে গোয়ার কাছে ২-১ গোলে হেরে গেল শিশির ঘোষের দল। হারের কারণে শেষ চারে ওঠার লড়াই আরও কঠিল হয়ে দাঁড়াল বাংলা দলের জন্য। প্রথমার্ধের শুরুতে ২৪ মিনিটের মাথায় গোয়ার অ্যাগনেলো কোলাসো গোল করে গোয়াকে ১-০ এগিয়ে দেন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৪ ০৮:৩৫
Share:

প্রথম ম্যাচে ড্র-এর পর দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল বাংলা। শনিবার সন্তোষ ট্রফির গ্রুপ ম্যাচের লড়াইয়ে গোয়ার কাছে ২-১ গোলে হেরে গেল শিশির ঘোষের দল। হারের কারণে শেষ চারে ওঠার লড়াই আরও কঠিল হয়ে দাঁড়াল বাংলা দলের জন্য।

Advertisement

প্রথমার্ধের শুরুতে ২৪ মিনিটের মাথায় গোয়ার অ্যাগনেলো কোলাসো গোল করে গোয়াকে ১-০ এগিয়ে দেন। গোয়ার স্টিফেনের পাসে কোলাসো জালে বল ঠেলতে কোনও ভুল করেননি। প্রথম গোল হজম করার পর নড়েচড়ে বসে বাংলা। কিন্তু এ দিনও গোল করতে ব্যর্থ স্ট্রাইকার নবীন হেলা। সুপ্রিয় ভগতের ফ্রি কিক থেকে বল ক্রস বারে হেড করা ছাড়া নবীনের উল্লেখযোগ্য কিছু বলার মতো নেই। দ্বিতীয়ার্ধের শুরুতে নবীনের পরিবর্তে নীলকান্ত পারিয়াকে নামানোর পরে পরিস্থিতি কিছুটা বদলায়। নীলকান্তের পাস থেকেই স্নেহাশিস দত্ত গোল করে সমতা ফেরান। যিনি আবার একটি চমৎকার সুযোগ নষ্ট করেন। বিপক্ষের গোলের সামনে কার্তিকের চমৎকার বাড়ানো বল পেয়েও স্নেহাশিস পড়ে যান।

ম্যাচ শেষের ৩ মিনিট আগেই বাংলার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে লেভিনো ফার্নান্ডেজ গোল করে গোয়ার জন্য জয় নিশ্চিত করেন।

Advertisement

বাংলার প্রথম ম্যাচ দেখে এমনিতেই হতাশ সমর্থকরা। এ দিন তাঁদের অনেকেই মাঠমুখো হননি। ম্যাচ শেষে কোচ শিশির ঘোষ বলেন, “দুটি গোলই আমরা রক্ষণভাগের দোষে খেয়েছি।” গোলের সামনে বল পেয়ে পড়ে যাওয়ায় ড্রেসিং রুমে স্নেহাশিসকে বিস্তর ধমক-ও খেতে হয়। স্নেহাশিসের দাবি, পা পিছলে যাওয়াতেই বিপত্তি ঘটেছে। পাশাপাশি আবার বাংলার কোচ শিশির দাবি করেন, প্রথমার্ধে গোয়ার বক্সে গৌরাঙ্গ বিশ্বাসকে ঠেলে ফেলে দিয়েছিল গোয়ার এক ফুটবলার। যেটা পেনাল্টি হওয়া উচিত ছিল।

বাংলার গ্রুপে পঞ্জাব ৩টি ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। তাদের আর একটি খেলা বাকি। তামিলনাড়ুর সঙ্গে। ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে সব চেয়ে ভাল জায়গায় রয়েছে রেলওয়েজ। এ দিন পঞ্জাবের সঙ্গে তারা ড্র করেছে। ৩টি ম্যাচ খেলে এখন পর্যন্ত গোয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। তামিলনাড়ু ২টি ম্যাচ খেলে একটিতে হেরেছে, একটিতে জিতেছে। বাংলার পরবর্তী ম্যাচগুলো রেলওয়েজ ও তামিলনাড়ুর সঙ্গে। ট্রফি থেকে পিছলে যাওয়া ঠেকাতে পারে কি না শিশির ঘোষ- বিশ্বজিৎ ভট্টাচার্যদের বাংলা সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement