ছাঁটাই হতে পারেন দশ ফুটবলার

হাবাসের ‘বায়না’ চিন্তায় ফেলেছে এটিকে কর্তাদের

আন্তোনিও হাবাসের ‘বায়না’ কি শেষ পর্যন্ত রাখতে পারবে আটলেটিকো দে কলকাতা? প্রথম আইএসএলে টিমকে চ্যাম্পিয়ন করা কোচ যে-সব শর্ত দিয়েছেন, তা চিন্তায় ফেলে দিয়েছে কলকাতার কর্তাদের। সব শর্ত মানতে গেলে খরচ যে অনেক বেড়ে যাচ্ছে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৫ ০৩:৩৭
Share:

আন্তোনিও হাবাসের ‘বায়না’ কি শেষ পর্যন্ত রাখতে পারবে আটলেটিকো দে কলকাতা? প্রথম আইএসএলে টিমকে চ্যাম্পিয়ন করা কোচ যে-সব শর্ত দিয়েছেন, তা চিন্তায় ফেলে দিয়েছে কলকাতার কর্তাদের। সব শর্ত মানতে গেলে খরচ যে অনেক বেড়ে যাচ্ছে!

Advertisement

এমনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের সঙ্গে দু’বছরের চুক্তি আছে হাবাসের। ফেব্রুয়ারিতে স্প্যানিশ কোচের সঙ্গে টিম নিয়ে কর্তাদের আলোচনায় বসার কথা। কিন্তু জানা গিয়েছে, নতুন মরসুমের জন্য হাবাস যা সুযোগ-সুবিধা চাইছেন তা দিতে হলে কোচের জন্য নির্ধারিত খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আটলেটিকোর অন্যতম মালিক উৎসব পারেখ বললেন, “কোচ যে ভাবে গার্সিয়া, ফিকরুকে ছাড়া টিমকে চ্যাম্পিয়ন করেছেন তা সত্যিই দুর্দান্ত ব্যাপার। সবাই তো ভেবেছিল, কলকাতা পারবে না। হাবাস কিছু বেশি সুযোগ-সুবিধা চাইতেই পারেন। চাওয়ার পিছনে যুক্তিও আছে। কিন্তু দেখতে হবে আমরা সেই খরচটা করতে পারব কি না? সব মিলিয়ে খরচ অনেক বেড়ে যাচ্ছে। আলোচনা করে দেখি।”

হাবাস কী চেয়েছেন?

Advertisement

এক) পরের মরসুমে পরিবার নিয়ে আসতে চেয়েছেন কলকাতায়।

দুই) টিম জিতলে নির্দিষ্ট বোনাস।

তিন) ফোনের পুরো বিল।

চার) অন্তত তিন-চার বার স্পেন যাওয়ার বিমানের ভাড়া।

চ্যাম্পিয়ন কোচের চাহিদা অযৌক্তিক নয়। বোনাসটা বাদ দিলে, বাকি দাবিগুলের প্রায় সব কিছুই পেয়ে থাকেন এ দেশের ক্লাব ফুটবলে কোচিং করতে আসা বিদেশি কোচেরা। তবে জানা গিয়েছে, হাবাস গত মরসুমে যে টাকা পেয়েছেন তা অবশ্য পান না ক্লাব কোচেরা। উৎসববাবু বললেন, “সব ধরলে অনেক টাকা হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে আলোচনা করে সব ঠিক করব। তবে হাবাসকেই আমরা চাইছি। দেখা যাক কী হয়!”

কোচকে চাইলেও স্বদেশি-বিদেশি নিয়ে অন্তত দশজন ফুটবলারকে ছেঁটে ফেলতে চায় কলকাতা। গতবার টিমে সাতাশ জন ফুটবলার ছিলেন। এ বার সেটা ২৪ বা ২৫ করা হবে। এটিকে কর্তাদের বক্তব্য, ক্লাইম্যাক্স লরেন্স, মামুনুলরা কয়েক জন তো খেলতেই পারলেন না। তা হলে তাঁদের টিমে রেখে কী লাভ?

দশ জনকে বাদ দিয়ে কাদের দলে নেওয়া হবে, কলকাতার কর্তারা তা অবশ্য এখনই ঠিক করতে পারেননি কী ভাবে পরের মরসুমে ফুটবলার নেওয়া হবে তা নিয়ে সমস্যা তৈরি হওয়ায়। সংগঠক আইএমজিআরের পক্ষ থেকে বলা হয়েছিল, এ বার কোনও ‘প্লেয়ার পুল’ তৈরি করা হবে না। টিমগুলো নিজের মতো করে ফুটবলার নিতে পারবে। কিন্তু বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানতে চাইছে না। ফলে ২৭ জানুয়ারি আইএসএলের সভায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে। উৎসববাবু বললেন, “আই লিগের ম্যাচ দেখতে শুরু করেছেন ব্যারেটো। ওঁকে আমরা ফুটবলার বাছতে বলেছি। যদি গত বারের মতো প্লেয়ার্স পুল থেকে ফুটবলার নিতে হয় তা হলে আলাদা কথা। না হলে ব্যারেটোর বাছা ফুটবলারই নেব। চুক্তির আগে আইএসএলের নিয়মটা জেনে নিতে হবে। তবে যে ফুটবলারই নেওয়া হোক কোচের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।”

কলকাতাকে যে ফুটবলাররা চ্যাম্পিয়ন করেছেন, তাঁদের মধ্যে মাত্র দু’জনের সঙ্গে দু’বছরের চুক্তি আছে। এঁরা হলেনডেঞ্জিল ফ্র্যাঙ্কো এবং মোহনরাজ। অন্য কাকে নেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে ফিকরু তোফেরাকে যে নেওয়া হবে না, তা জানিয়ে দিচ্ছেন কর্তারাও। “ফিকরু যা ঝামেলা পাকিয়েছিল তাতে ওকে আর নেব না। প্রথম বছর বুঝতে পারিনি। সময়ও ছিল না। তবে এ বার সতর্ক হয়ে এগোতে হবে,” বলে দিয়েছেন উৎসব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন