—প্রতীকী ছবি।
ঘরে বসে চাকরির ইন্টারভিউ দিতে এত দিন ভরসা ছিল স্কাইপ। এ বার সেই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম বন্ধ করল মাইক্রোসফ্ট। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে তা ঘোষণা করে দিয়েছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা। সোমবার, ৫ মে থেকে ব্যবহারকারীরা আর পাবেন না স্কাইপের পরিষেবা।
২১ শতকের প্রথম দশকে বাজারে আসার পর হইচই ফেলে দিয়েছিল মাইক্রোসফ্টের এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম। কিন্তু পরবর্তী কালে মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি আরও উন্নত একটি প্রযুক্তি নিয়ে আসে, নাম টিমস। নতুন প্রযুক্তিটি বাজারে আসার পর থেকেই স্কাইপের গুরুত্ব কমছিল। ফলে ব্যবসায়িক স্বার্থে ধীরে ধীরে দু’টিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সংস্থার শীর্ষকর্তারা।
চলতি বছরের গোড়াতেই স্কাইপ আপডেটের কথা ঘোষণা করে মাইক্রোসফ্ট। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির দাবি, স্কাইপ থেকে টিমসে রূপান্তরের জন্য ব্যবহারকারীরা যথেষ্ট সময় পেয়েছেন। ২০২৩ সালে ভিডিয়ো কলিং প্ল্যাটফর্মটির জন্ম দেন দুই প্রযুক্তিবিদ। তাঁরা হলেন জানুস ফ্রিস এবং নিকোলাস জেনস্ট্রম। এদের মধ্যে প্রথম জন ডেনমার্কের বাসিন্দা। আর দ্বিতীয় ব্যক্তি সুইডিশ।
বর্তমানে নিখরচায় এবং টাকা দিয়ে— দু’ভাবে স্কাইপ ব্যবহার করা যায়। মাইক্রোসফ্টের সিদ্ধান্ত দু’ধরনের গ্রাহককেই প্রভাবিত করবে বলে জানা গিয়েছে। তবে স্কাইপ ফর বিজ়নেসের ব্যবহারকারীরা আপাতত এর আওতার বাইরে থাকছেন। অর্থ প্রদানকারী নতুন গ্রাহকদের ক্ষেত্রে আর কোনও প্রযুক্তিগত সুবিধা দেবে না মাইক্রোসফ্ট।