Fast Charging Tips

ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই, তবু দ্রুত শক্তি পাবে স্মার্টফোনের ব্যাটারি! কী কী টিপ্‌স অনুসরণে মুশকিল আসান?

ফাস্ট চার্জিং সাপোর্ট না করলেও দ্রুত চার্জ দেওয়া যাবে স্মার্টফোন। এর জন্য তিন থেকে চারটি পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৪:৪৫
Share:

—প্রতীকী ছবি।

ফোনে নেই কোনও ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অথচ দ্রুত চার্জ দেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে। কী করবেন ভেবে কূল কিনারা পাচ্ছেন না। একটু চেষ্টা করলেই কিন্তু সামান্য হলেও দ্রুত চার্জ দিতে পারবেন গ্রাহক। এর জন্য অবশ্য বুদ্ধি খরচ করতে হবে তাঁকে। ফোন নাড়াঘাঁটা করে বন্ধ করতে হবে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন। ফাস্ট চার্জিংয়ের সুবিধা না থাকলেও কী ভাবে ফোনে দ্রুত চার্জ দেওয়া যাবে, এই প্রতিবেদনে রইল তার হদিশ।

Advertisement

টেক বিশেষজ্ঞেরা বলছেন, যে সমস্ত স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই, সেগুলিকে দ্রুত চার্জ দিতে হলে প্রথমেই ফোনটিকে ফ্লাইট মোডে নিয়ে যেতে হবে। এর পর গ্রাহককে ওয়াই ফাই বন্ধ করার পরামর্শ দিয়েছেন তাঁরা। তৃতীয় পর্যায়ে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশন চলছে, সেগুলিকেও একসঙ্গে বন্ধ করতে হবে তাঁকে। এ ছাড়া ফোনটিকে ডার্ক মোডে নিয়ে গিয়ে চার্জ দিলে সময় বাঁচাতে পারবেন ওই ব্যবহারকারী।

স্মার্টফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচ হয় ডিসপ্লের জন্য। টেক বিশেষজ্ঞদের পরামর্শ দ্রুত চার্জ দেওয়ার সময়ে ব্যবহারকারীদের অবশ্যই ডিস প্লেটিকে অফ বা বন্ধ রাখতে হবে। অনেকে মনে করেন এই ধরনের পরিস্থিতিতে ফোন সুইচ অফ করে চার্জ দিলে লাভ হবে বেশি। কিন্তু, বর্তমানে যে স্মার্টফোনগুলি আমজনতা ব্যবহার করছে, সেগুলি বন্ধের বদলে চালু অবস্থায় চার্জ দিলে তাড়িতাড়ি শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় ব্যাটারি।

Advertisement

এ ছাড়া ফোন চার্জ দেওয়ার সময়ে ব্যবহারকারীদের দু’টি বিষয়ের উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞেরা। তাঁদের কথায়, ফোন চার্জ দেওয়ার সময়ে অবশ্যই অরিজিন্যাল চার্জার এবং কেবল ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট সংস্থার কেবল তা তার না হলে চার্জার ভাল হওয়া সত্ত্বেও ফোন দ্রুত চার্জ নাও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement