ছবি: সংগৃহীত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা চমক। এ বার বাজারে নতুন স্মার্টফোন আনছে তাঁর সংস্থা। সম্পূর্ণ সোনালি রঙের ওই মুঠোফোনটি হাতে পেতে ১০০ ডলার দিয়ে আগাম অর্ডার করতে পারবেন ট্রাম্পভক্তেরা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট স্মার্টফোনটির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জাতীয়তাবাদের মশলা মিশিয়ে এই দূরভাষ যন্ত্রটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রিপাবলিকান প্রেসিডেন্টের।
ট্রাম্পের সংস্থা জানিয়েছে, আগামী অগস্টে সংশ্লিষ্ট স্মার্টফোনটি বাজারে আনবে তারা। এর নাম ‘টি১’ রাখা হয়েছে। মাত্র ৪৯৯ ডলারে সংশ্লিষ্ট ফোনটি কিনতে পারবেন ট্রাম্পভক্ত থেকে শুরু করে যে কোনও গ্রাহক। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াবে প্রায় ৪২ হাজার ৮৯৩ টাকা।
সোনালি রঙের স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট-সহ ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সলের ক্যামেরা, ৫০০০এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেম। ডিভাইসটিতে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি এক্সপেন্ডেবল স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট এবং কৃত্রিম মেধা বা এআই- ভিত্তিক (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) আনলক নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে ট্রাম্পের সংস্থা।
‘টি১’ ফোন কেনার সঙ্গে সঙ্গেই বিশেষ একটি সুবিধা পাবেন গ্রাহক। মুঠোফোনটির ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ একটি স্কিম। সেখানে তাঁদের মাসে মাসে দিতে হবে ৪৭ ডলার। ওই টাকা খরচ করলে অফুরন্ত ডেটা, কল বা মেসেজ করতে পারবেন তাঁরা। পাশাপাশি ১০০টির বেশি দেশে আন্তর্জাতিক ফোনকলেও থাকছে সুবিধা। তার জন্য আলাদা করে দিতে হবে না কোনও টাকা।
কিন্তু সমস্যা হল বর্তমানে ৩০ ডলারের কম খরচ করে এই সুবিধা পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের স্মার্টফোন ব্যবহারকারীরা। ফলে এ দিক থেকে ট্রাম্পের ফোন কতটা জনপ্রিয় হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বিশ্লেষকদের দাবি, সেই কারণেই জাতীয়তাবাদী তাস খেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ‘টি১’-কে আমেরিকার মাটিতে তৈরি প্রথম স্মার্টফোন বলে ব্যাপক প্রচার করা হচ্ছে। এটিকে বাজারে আনার আগে তিনটি মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ট্রাম্পের সংস্থা। ‘টি১’-এর সঙ্গে তারা ওতপ্রোত ভাবে যুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।