WhatsApp vs Arattai

হু-হু করে বাড়ছে স্বদেশি মেসেজিং অ্যাপ আরাত্তাইয়ের জনপ্রিয়তা, সিংহাসন বাঁচাতে তড়িঘড়ি নতুন ফিচার আনল হোয়াট্‌সঅ্যাপ

চেন্নাইয়ের টেক জায়ান্ট সংস্থা জোহোর তৈরি আরাত্তাইয়ের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়তেই কপালে ভাঁজ পড়েছে হোয়াট্‌সঅ্যাপের। তড়িঘড়ি ব্যবহারকারীদের ধরে রাখতে নতুন ফিচার আনল মেটার মেসেজিং অ্যাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
Share:

প্রতীকী ছবি।

আরাত্তাইয়ের জনপ্রিয়তা বৃদ্ধিতে হোয়াট্‌সঅ্যাপের মাথায় হাত! ভারতের বাজারে নিজের জায়গা ধরে রাখতে তড়িঘড়ি নতুন বৈশিষ্ট্য নিয়ে এল মার্কিন মেসেজিং অ্যাপ। ফলে এ বার থেকে কৃত্রিম মেধাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ব্যবহার করে সেখানে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচার চেন্নাইয়ের টেক জায়ান্ট সংস্থাটির তৈরি আরাত্তাইকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে, তা বলাই বাহুল্য।

Advertisement

হোয়াট্‌সঅ্যাপের নতুন বৈশিষ্ট্য নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে এর নিয়ন্ত্রণকারী সংস্থা তথা মার্কিন টেক জায়ান্ট মেটা। তাদের দাবি, এ বার থেকে ব্যবহারকারীরা কৃত্রিম মেধাকে ব্যবহার করে চ্যাট থিম তৈরি করতে পারবেন। চলতি বছরের গোড়ায় সংশ্লিষ্ট থিমগুলিকে কাস্টোমাইজ় করা হয়েছিল। নতুন নিয়মে গ্রাহক মেটা এআই দিয়ে নিমেষে পছন্দের চ্যাট থিম বেছে নিতে পারবেন।

এ ছাড়া হোয়াট্‌সঅ্যাপে ভিডিয়ো কলের সময় ব্যবহারকারী কৃত্রিম মেধা ভিত্তিক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। কারও সঙ্গে সরাসরি চ্যাটে ছবি বা ভিডিয়ো তোলার সময়েও এই সুবিধা পাবেন তাঁরা। ফলে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপে কথোপকথন আরও মজাদার হতে চলেছে বলে জানিয়েছে মেটা।

Advertisement

এত দিন মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির মেসেজিং অ্যাপে কোনও লাইভ ছবি শেয়ার করা যেত না। এ বার থেকে সেই সুবিধাও দিতে চলেছে মেটা। ২০১৫ সালে আইফোন-৬ সংস্করণে এই লাইভ ছবি শেয়ারিংয়ের সুবিধা এনে সবাইকে চমকে দেয় অ্যাপ্‌ল। পরবর্তী কালে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা দেখতে পাওয়া গিয়েছে, যা এ বার হোয়াট্‌সঅ্যাপে পাবেন ব্যবহারকারী।

এর পাশাপাশি মেটার মেসেজিং অ্যাপে চালু হচ্ছে অ্যান্ড্রয়েড ডকুমেন্ট স্ক্যানিং। ফলে ব্যবহারকারী যে কোনও গ্রুপে ঢুকে পরিচিতের নাম লিখে তাঁকে সেখানে খুঁজে বার করতে পারবেন। অন্য দিকে হোয়াট্‌সঅ্যাপের আদলে দেশীয় সংস্থা জোহোর তৈরি করা মেসেজিং অ্যাপ আরাত্তাইয়ে রয়েছে বিশেষ কিছু সুবিধা। তার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা।

মেসেজিং অ্যাপ আরাত্তাইয়ে গুগ্‌ল মিটের মতো একটি মিটিং সেকশন রেখেছে জোহো। সেটি ব্যবহার করে যে কোনও মিটিং সেরে নেওয়া যাবে। লোকেশান শেয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারী গন্তব্যে পৌঁছোনোর পর স্বয়ংক্রিয় ভাবে সেটি বন্ধ হয়ে যাবে। হোয়াট্‌সঅ্যাপের বিকল্প হিসাবে খুব দ্রুত আরাত্তাইকে ভারতীয়েরা বেছে নেবে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement