Smartphone Discount

ই-কমার্স সাইটে ৪৫ হাজার টাকা ছাড়ের ‘মেগা অফার’! অর্ধেকেরও কম দামে কেনা যাবে ৮০ হাজারি স্মার্টফোন, কিন্তু কী ভাবে?

মাত্র দু’মাসের মধ্যে অর্ধেকেরও কম দামে ৮০ হাজারি ফোন বিক্রি শুরু করল ‘নাথিং’। ই-কমার্স সাইটে ঢুকে কী ভাবে ব্যাপক সস্তায় কেনা যাবে ওই স্মার্টফোন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৬:২৫
Share:

—প্রতীকী ছবি।

বাজারে আসার মাত্র দু’মাসের মধ্যেই বদলে গেল হিসাব। ৮০ হাজার টাকার ফোন ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে মাত্র ৩৫ হাজারে! স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘নাথিং’-এর এ-হেন মেগা অফার দেখে আমজনতার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। গ্রাহকদের পুরোপুরি প্রতারণা করছে তারা? না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও হিসাব? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

মাস দুই আগে ফোন-৩ মডেলের মুঠোবন্দি ডিভাইস বাজারে আনে ‘নাথিং’। সংশ্লিষ্ট স্মার্টফোনগুলির দাম ৮০ হাজার টাকা ধার্য করে তারা। একধাক্কায় সেটা অর্ধেকেরও কমে নামিয়ে আনার নেপথ্যে বিশেষ একটি ব্যবসায়িক কৌশল নিয়েছে সংশ্লিষ্ট ফোন নির্মাণকারী সংস্থা। এককথায় ই-কমার্স সাইটে ঢুকে যে কেউ ৮০ হাজারি ফোন ৩৫ হাজার টাকায় কিনতে পারবেন, তা কিন্তু নয়।

নাথিংয়ের দেওয়া ৪৫ হাজার টাকা ছাড়ের মধ্যে পাঁচ হাজার টাকা ব্যাঙ্কের কার্ড ডিসকাউন্ট। এ ছাড়া তিন হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন গ্রাহক। কেউ দামি স্মার্টফোন এক্সচেঞ্জ করলে বোনাস বাবদ পাবেন আরও সাত হাজার টাকা। অর্থাৎ এই হিসাবে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহক।

Advertisement

বাকি ৩০ হাজার টাকা দাম কমাতে হলে সংশ্লিষ্ট ক্রেতার কাছে থাকতে হবে ‘নাথিং’ সংস্থার তৈরি ফোন-১ বা ফোন-২। অন্য কোনও মডেলের ফোন ব্যবহারকারীদের সামনে থাকছে না ছাড়ের মেগা অফার। ফলে হাতেগোনা কয়েক জনই ৪৫ হাজার টাকা ছাড়ের সুবিধা পাবেন। যদিও এই সুবাদে প্রচারে ঝড় তুলতে শুরু করে দিয়েছে ‘নাথিং’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement