Android Computer

স্মার্টফোনের গণ্ডি ছেড়ে কম্পিউটার-ল্যাপটপের দুনিয়ায় পা, নতুন বছরে বাজারে অ্যান্ড্রয়েড পিসি আনবে গুগ্‌ল

বাজারে এ বার অ্যান্ড্রয়েড কম্পিউটার আনতে চলেছে গুগ্‌ল। আগামী বছরের মধ্যে এই কম্পিউটার আমজনতা কিনতে পারবে বলে জানিয়েছে ওই মার্কিন টেক জায়ান্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১
Share:

প্রতীকী ছবি।

অ্যান্ড্রয়েড ফোনের পর এ বার অ্যান্ড্রয়েড কম্পিউটার। সম্পূর্ণ নতুন ধরনের ডিভাইস বাজারে এনে ফের সবাইকে চমকে দেওয়ার পরিকল্পনা করছে গুগ্‌ল। আগামী বছর থেকে তা আমজনতা কিনতে পারবে বলে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্টটির থেকে মিলেছে ইঙ্গিত। অ্যান্ড্রয়েড কম্পিউটারে থাকবে কী কী সুবিধা? দাম হবে কত? ইতিমধ্যেই এই ইস্যুতে গ্যাজেটপ্রেমীদের মধ্যে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisement

সম্প্রতি ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০২৫’ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অ্যান্ড্রয়েড কম্পিউটার বাজারে আনার কথা ঘোষণা করে গুগ্‌ল। একে উদ্ভাবনী পণ্যের তালিকায় রাখার পরিকল্পনা রয়েছে মার্কিন টেক জায়ান্টটির। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন গুগ্‌লের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত। কোয়ালকমের শীর্ষ সম্মেলনে ক্রোম অপারেটিং সিস্টেমের সঙ্গে কী ভাবে অ্যান্ড্রয়েড কম্পিউটার সামঞ্জস্য বজায় রেখে চলবে, তা ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানে সমীর বলেন, ‘‘বর্তমানে ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহারে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। অ্যান্ড্রয়েডের কম্পিউটার তার চেয়ে অনেকটাই আলাদা এবং আধুনিক হবে। তবে যেহেতু স্মার্টফোনের দৌলতে সংশ্লিষ্ট প্রযুক্তির সঙ্গে সকলে মানিয়ে নিয়েছেন, তাই সহজেই এটি চালানো যাবে। আগামী বছরের মধ্যে অ্যান্ড্রয়েড কম্পিউটার তৈরির প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে পারব আমরা।’’

Advertisement

অত্যাধুনিক গ্যাজেটটির নমুনা অবশ্য ইতিমধ্যেই দেখে ফেলেছেন কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন। অ্যান্ড্রয়েড কম্পিউটারকে ‘অবিশ্বাস্য রকমের অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন তিনি। সমীর জানিয়েছেন, সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমে কৃত্রিম মেধা বা এআইকে (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সম্পৃক্ত করতে চাইছে গুগ্‌ল। ফলে অ্যান্ড্রয়েড ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement