Best Camera Phone

অ্যাপ্‌ল-স্যামসাং নয়, সেরা ক্যামেরা-ফোন তৈরি করে চিন-জাপানের সংস্থা, তালিকায় নাম কোন কোন মডেলের?

কেবলমাত্র অ্যাপ্‌ল আইফোন বা স্যামসাঙের স্মার্টফোন নয়। সেরা ক্যামেরা ফোন তৈরির তালিকায় নাম আছে জাপান এবং চিনের একাধিক সংস্থার। যদিও প্রচারের দিক থেকে যথেষ্ট পিছিয়ে আছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৬:৩৫
Share:

— প্রতীকী ছবি।

স্মার্টফোনের দুনিয়ায় একটা প্রচলিত ধারণা রয়েছে। সেটা হল, একমাত্র অ্যাপ্‌ল বা স্যামসাঙের ফোনেই মেলে সেরা ক্যামেরা। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। বর্তমানে অন্যান্য অনেক সংস্থাই সেরা ক্যামেরা ফোন এনেছে বাজারে। প্রচারের অভাবে যা সে ভাবে পৌঁছোচ্ছে না আমজনতার কানে। ফলে সেগুলির বিক্রির সূচকও ওই দুই সংস্থার তৈরি মুঠোবন্দি ডিভাইসের মতো ঊর্ধ্বমুখী নয়।

Advertisement

উদাহরণ হিসাবে সোনির স্মার্টফোনের কথা বলা যেতে পারে। জাপানি সংস্থাটি যে এখনও সংশ্লিষ্ট ডিভাইসটি তৈরি করছে, সেটাই জানেন না অনেকে। কিন্তু মজার বিষয় হল, স্মার্টফোনের দুনিয়ায় নতুন করে পা জমাতে বর্তমানে কেবলমাত্র ক্যামেরার উপরেই জোর দিচ্ছে সোনি। ফোনের অন্যান্য ফিচার নিয়ে অনর্থক কোনও প্রতিযোগিতায় জড়াতে নারাজ তারা।

সূত্রের খবর, স্মার্টফোনের ক্যামেরাকে ডিএসএলআরের সমপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সোনি। জাপানি সংস্থাটিকে বাদ দিলে প্রতি বছর অত্যাধুনিক ক্যামেরা ফোন বাজারে আনে হুয়াভে। যদিও চিনের বাইরে সংশ্লিষ্ট সংস্থাটির তৈরি মুঠোবন্দি ডিভাইস খুব একটা বিক্রি হয় না।

Advertisement

এ ছাড়া ওপোর ফাইন্ড এক্স সিরিজের স্মার্টফোনগুলির কথা বলা যেতে পারে। ওই ফোনগুলির ক্যামেরার গুণগত মানও খুব ভাল। ব্যবহারকারীদের একাংশের দাবি, অ্যাপ্‌ল এবং স্যামসাঙের তৈরি ফোনকে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে ওপোর ফাইন্ড এক্স সিরিজ়ের মুঠোবন্দি ডিভাইসের।

গত কয়েক বছর ধরেই সেরা ক্যামেরা ফোন তৈরি করছে আর এক চিনা সংস্থা ভিভো। তাদের এক্স সিরিজ়ের ফোনগুলি ইতিমধ্যে পোর্ট্রেট মোডে দুর্দান্ত ছবি তোলার জন্য বিখ্যাত হয়ে গিয়েছে। কিন্তু, তার পরেও স্যামসাং এবং অ্যাপ্‌ল আইফোনের প্রতি গ্রাহকদের একটা আলাদা আকর্ষণ রয়েছে। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রচারের অভিনবত্বকে দায়ী করেছেন বিশ্লেষকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement