iPhone

অ্যাপের সংখ্যা কম, নেই বিনোদনের ঢালাও সুযোগ, তবু কেন আইফোন বেশি পছন্দ করেন তারকারা?

অ্যান্ড্রয়েড ফোন নয়, মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্‌লের তৈরি আইফোন ব্যবহার করতেই বেশি পছন্দ করেন ভারতীয় তারকারা। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০
Share:

প্রতীকী ছবি।

অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে জাতীয় দলের খেলোয়াড় কিংবা শিল্পপতি। তারকাদের কেন প্রথম পছন্দ আইফোন? এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তবে এ ক্ষেত্রে প্রথমেই বলতে হবে নিরাপত্তার কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোন অনেক বেশি নিরাপদ। খুব সহজে হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধীরা এর ভিতরে ঢুকতে পারেন না। ফলে নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্‌লের তৈরি মুঠোফোন ডিভাইসটিকে বেশি পছন্দ করেন তাঁরা।

Advertisement

দ্বিতীয়ত, ভারতে আইফোনকে ‘আভিজাত্যের প্রতীক’ হিসাবে দেখা হয়। সেই কারণেও তারকাদের মধ্যে অ্যাপ্‌লের মুঠোফোন ডিভাইসটি বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া আমজনতার তুলনায় সেলেবদের ব্যস্ততা থাকে অনেক বেশি। ফলে অ্যান্ড্রয়েড ফোনের মতো একাধিক বিকল্প যুক্ত এবং বিনোদনমূলক ফোন চান না তাঁরা। তারকাদের কাছে স্মার্টফোন একটি কাজের যন্ত্র মাত্র। সেই কারণে তাঁদের ‘অটোমেটিক চয়েস’ হয়ে গিয়েছে আইফোন।

সমীক্ষায় দেখা গিয়েছে তারকাদের স্মার্টফোনে থাকে না একাধিক অ্যাপ। মূলত দৈনন্দিন কাজে ব্যবহার করা টুলগুলি ডাউনলোড করে থাকেন তাঁরা। এ ছাড়া প্রয়োজনীয় সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এবং দু’-একটি বিনোদন অ্যাপ মোবাইল ফোনে রাখতে দেখা গিয়েছে সেলেবদের একাংশকে। আইফোনের বাস্তুতন্ত্রে এটা করা যে কোনও অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক বেশি সহজ।

Advertisement

এ ছাড়া অ্যাপ্‌লের মুঠোফোন ডিভাইসটির ব্যবহারের অভিজ্ঞতাও অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই ভাল। বাজারের যে কোনও অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিছু না কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর সেটাই এড়াতে চান তারকারা। ফলে কিছুটা বেশি খরচ করে আইফোন হাতে তুলে নিচ্ছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement