প্রতীকী ছবি।
পুজোর মুখে আইফোনের নতুন সিরিজ় বাজারে আনছে অ্যাপ্ল। সেই সঙ্গে পুরনো মডেলের বেশ কিছু ফোন ও ঘড়ি-সহ মোট ছ’টি ডিজিটাল ডিভাইস চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট। সেই তালিকায় থাকছে কোন কোন সিরিজ়ের আইফোন?
চলতি বছরের ৯ সেপ্টেম্বর বাজারে আসছে ১৭ সিরিজ়ের আইফোন। সূত্রের খবর, এ বার গ্রাহকদের সামনে একসঙ্গে চারটে মুঠোবন্দি যন্ত্র রাখার পরিকল্পনা রয়েছে অ্যাপ্লের। সেগুলি হল, আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স। সংশ্লিষ্ট ফোনগুলি বাজারে আসার পর আইফোন-১৬ প্রো এবং আইফোন-১৬ প্রো ম্যাক্স বন্ধ হবে বলে জানা গিয়েছে।
মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি সাধারণ ভাবে দু’টি প্রো প্রজন্মের ফোন একসঙ্গে বিক্রি করে না। আইফোন-১৫ প্রো সিরিজের ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করতে দেখা গিয়েছিল। ৯ সেপ্টেম্বরের পর অবশ্য স্টকে থাকা আইফোন-১৬ প্রো বা আইফোন-১৬ প্রো ম্যাক্স খুচরো বিক্রেতারা বিক্রি করতে পারবেন। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ফোনগুলি অ্যামাজ়ন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটের মেগা ছাড় ইভেন্টগুলি থেকেও কেনার সুযোগ থাকছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, আইফোনের প্রো বিহীন পুরনো মডেলগুলির দাম কমাতে পারে অ্যাপ্ল। সে ক্ষেত্রে আইফোন-১৬ এবং আইফোন-১৬ প্লাস সস্তা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাস বন্ধ হবে বলেই মনে করা হচ্ছে। শেষ দু’টি মডেলের ফোন বাজারে আর মিলবে কিনা, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
সেপ্টেম্বরে আইফোনের পাশাপাশি অ্যাপ্লওয়াচের ১১ সিরিজ় বাজারে আনতে পারে অ্যাপ্ল। এ ছাড়াও অ্যাপ্ল ওয়াচ আল্ট্রা-৩ ঘড়িটিকে দোকানে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে আল্ট্রা-২ মডেলের ঘড়িগুলি মার্কিন টেক জায়ান্টটি অবিলম্বে বন্ধ করতে চলেছে বলে জানা গিয়েছে।