iPhone-17 Launch

পুজোর মুখে আসছে আইফোন-১৭, ব্যাপক সস্তায় বিক্রি হতে পারে পুরনো মডেলের কোন কোন আইফোন?

চলতি বছরের ৯ সেপ্টেম্বর আইফোন-১৭ সিরিজ় বাজারে আনছে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্ল। সেই সঙ্গে পুরনো মডেলের বেশ কয়েকটি আইফোন এবং ঘড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে সেগুলি ব্যাপক সস্তায় কেনার সুযোগ পাবে আমজনতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২
Share:

প্রতীকী ছবি।

পুজোর মুখে আইফোনের নতুন সিরিজ় বাজারে আনছে অ্যাপ্ল। সেই সঙ্গে পুরনো মডেলের বেশ কিছু ফোন ও ঘড়ি-সহ মোট ছ’টি ডিজিটাল ডিভাইস চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট। সেই তালিকায় থাকছে কোন কোন সিরিজ়ের আইফোন?

Advertisement

চলতি বছরের ৯ সেপ্টেম্বর বাজারে আসছে ১৭ সিরিজ়ের আইফোন। সূত্রের খবর, এ বার গ্রাহকদের সামনে একসঙ্গে চারটে মুঠোবন্দি যন্ত্র রাখার পরিকল্পনা রয়েছে অ্যাপ্লের। সেগুলি হল, আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স। সংশ্লিষ্ট ফোনগুলি বাজারে আসার পর আইফোন-১৬ প্রো এবং আইফোন-১৬ প্রো ম্যাক্স বন্ধ হবে বলে জানা গিয়েছে।

মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি সাধারণ ভাবে দু’টি প্রো প্রজন্মের ফোন একসঙ্গে বিক্রি করে না। আইফোন-১৫ প্রো সিরিজের ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করতে দেখা গিয়েছিল। ৯ সেপ্টেম্বরের পর অবশ্য স্টকে থাকা আইফোন-১৬ প্রো বা আইফোন-১৬ প্রো ম্যাক্স খুচরো বিক্রেতারা বিক্রি করতে পারবেন। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ফোনগুলি অ্যামাজ়ন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটের মেগা ছাড় ইভেন্টগুলি থেকেও কেনার সুযোগ থাকছে।

Advertisement

তাৎপর্যপূর্ণ বিষয় হল, আইফোনের প্রো বিহীন পুরনো মডেলগুলির দাম কমাতে পারে অ্যাপ্ল। সে ক্ষেত্রে আইফোন-১৬ এবং আইফোন-১৬ প্লাস সস্তা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাস বন্ধ হবে বলেই মনে করা হচ্ছে। শেষ দু’টি মডেলের ফোন বাজারে আর মিলবে কিনা, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

সেপ্টেম্বরে আইফোনের পাশাপাশি অ্যাপ্‌লওয়াচের ১১ সিরিজ় বাজারে আনতে পারে অ্যাপ্ল। এ ছাড়াও অ্যাপ্ল ওয়াচ আল্ট্রা-৩ ঘড়িটিকে দোকানে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে আল্ট্রা-২ মডেলের ঘড়িগুলি মার্কিন টেক জায়ান্টটি অবিলম্বে বন্ধ করতে চলেছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement