প্রতীকী ছবি।
ইনস্টাগ্রামে বড় বদল। কমেন্টের জায়গায় নতুন ট্যাব এনেছে সংশ্লিষ্ট সমাজমাধ্যম প্ল্যাটফর্ম। ফলে ব্যবহারকারীদের অনেকেই অভ্যাসবশত সেখানে ক্লিক করে ফেলছেন। এর জেরে গ্রাহকের দেওয়া বিষয়বস্তু পুনরায় পোস্ট হচ্ছে ইনস্টাগ্রামে। নতুন ট্যাবটির অবশ্য আরও কিছু সুবিধা রয়েছে। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী যদি ভুল করে রি-পোস্ট বিকল্পটি ক্লিক করে ফেলেন, তা হলে সাধারণ ভাবে তাঁর ফলোয়ারেরা সংশ্লিষ্ট বিষয়টি দু’বার দেখতে পাবেন, এমনটা নয়। ওই সমাজমাধ্যম প্ল্যাটফর্মটিতে রিলসের পাশে থাকছে ফ্রেন্ডস নামের নতুন একটি ট্যাব। যদি কোনও ফলোয়ার ওই ট্যাবে ঢুকে রিলস স্ক্রল করেন, তা হলে রি-পোস্ট হওয়া বিষয়বস্তু সেখানে দেখতে পাবেন তিনি।
এ ছাড়া ব্যবহারকারী রি-পোস্ট বিকল্পটি বেছে নিলে তাঁর ফিডে নতুন একটি ট্যাব তৈরি হবে। সেখানেও দ্বিতীয় বার পোস্ট হওয়া বিষয়বস্তু দেখতে পাবেন তিনি বা তাঁর ফলোয়ারেরা। পাশাপাশি, ফ্রেন্ডস ম্যাপ নামের একটি নতুন ফিচার এনেছে ইনস্টা কর্তৃপক্ষ। এর মাধ্যমে ব্যবহারকারীর বন্ধু বা পরিচিতেরা তাঁর লাইভ লোকেশান জানতে পারবেন।
বর্তমানে মোবাইল ফোন এবং সমাজমাধ্যমের প্রতি ছোটদের আসক্তি বাড়াচ্ছে বিপদ। শিশুদের নামে ফেসবুক এবং ইনস্টাগ্রামে খোলা হচ্ছে অ্যাকাউন্ট। সেখানে দেদার রিল পোস্ট করছেন অনেকে। থাকছে স্কুল যাওয়া থেকে খেলাধুলো, পছন্দের খাবারদাবার, পরিবারের একসঙ্গে বেড়াতে যাওয়া-সহ জীবনের প্রতি মুহূর্তের আপডেট। ফলে খেলা ভুলে মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে অপ্রাপ্তবয়স্কদের একাংশ।
বিশেষজ্ঞদের দাবি, এ-হেন ডিজিটালে আসক্তি ছোটদের মনোজগতে প্রভাব ফেলছে। পাশাপাশি একে কেন্দ্র করে বাড়ছে সাইবার অপরাধ। ডার্ক ওয়েবের জালে জড়িয়ে পড়ছে শিশুরাও। এই পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে মেটা।
মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে, এ বার থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে স্ক্যান করা হবে গ্রাহককে। সংশ্লিষ্ট ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের কম বয়সি হলে, তাঁর অ্যাকাউন্ট খোলার আবেদন বাতিল করবে মেটা। গত এপ্রিলেই বিষয়টি জানিয়ে বিবৃতি দেয় তারা।