প্রতীকী ছবি।
হোয়াট্সঅ্যাপে কৃত্রিম উপগ্রহভিত্তিক অডিয়ো এবং ভিডিয়ো কল। সেই সঙ্গে ‘সেভ আওয়ার সোল’ বা এসওএস অ্যালার্ট ও লোকেশন শেয়ারিংয়ের সুবিধা। পিক্সল-১০ সিরিজ়ের স্মার্টফোনে একগুচ্ছ পরিবর্তন এনেছে গুগ্ল। ফলে মার্কিন টেক জায়ান্টের হাত ধরে মুঠোবন্দি ডিভাইসের সংজ্ঞা বদল হতে চলেছে বলে মনে করছেন প্রযুক্তিবিদদের একাংশ।
চলতি বছরের ২৮ অগস্ট থেকে পিক্সল-১০ সিরিজ়ের ফোনগুলি বাজারে আনছে গুগ্ল। মার্কিন টেক জায়ান্টটির দাবি, তাদের এই মুঠোফোন ডিভাইসগুলি থেকে হোয়াট্সঅ্যাপে কৃত্রিম উপগ্রহভিত্তিক অডিয়ো ও ভিডিয়ো কল করতে পারবেন ব্যবহারকারী। স্মার্টফোনে এই সুবিধা তারাই প্রথম তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে গুগ্ল।
এই ইস্যুতে সম্প্রতি এক্স হ্যান্ডলে (আগে নাম ছিল টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করে ওই মার্কিন টেক জায়ান্ট। সেখানে পিক্সল-১০ সিরিজ়ের একটি ফোনকে হোয়াট্সঅ্যাপ কল গ্রহণ করতে দেখা গিয়েছে। ওই সময় মুঠোফোন ডিভাইসটির স্ট্যাটাস বারে কৃত্রিম উপগ্রহের আইকনটি জ্বলজ্বল করছিল।
গুগ্ল জানিয়েছে, এই সুবিধা থাকার কারণে ব্যবহারকারী ইন্টারনেট বা সিম কার্ড-ভিত্তিক নেটওয়ার্ক ছাড়াও অন্য ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। জরুরি অবস্থায় সেটি চালু থাকবে, এমনটা নয়। সব সময়ের জন্য এই সুবিধা পাবেন গ্রাহক।
পিক্সল-১০ সিরিজ়ের ফোনগুলিতে কৃত্রিম উপগ্রহভিত্তিক আরও কিছু সুযোগ-সুবিধা যোগ করেছে গুগ্ল। ফলে ম্যাপস এবং ফাইন্ড মাই হাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া আপৎকালীন পরিস্থিতির ক্ষেত্রে থাকছে এসওএস। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির ফোনগুলি ধীরে ধীরে মূলধারার কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পৃত্ত হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।