Madhyamik admit card issue

মাধ্যমিকের দু’দিন বাকি, হুঁশ নেই পরীক্ষার্থীদের! অ্যাডমিট কার্ড সংগ্রহই করেনি ১০৩ পড়ুয়া

২৭ জানুয়ারি দুপুর ১২ থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২ পর্যন্ত পোর্টাল খোলে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শেষ মুহূর্তে ৯৫৪ টি স্কুলের মোট ১৯৬৬ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয় অ্যাডমিট কার্ডের কার্ডের জন্য। তার মধ্যে ৮৬টি স্কুলের ১০৩ জন পড়ুয়ার অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুলগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৩৮
Share:

প্রতীকী চিত্র।

মাধ্যমিকের আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার তাড়া নেই পরীক্ষার্থীদের। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা, ৩১ জানুয়ারি রাত ৮ টা পর্যন্ত নথিভুক্ত মোট ১০৩ জন পড়ুয়া অ্যাডমিট সংগ্রহ করেনি বলে জানিয়েছে মধ্যাশিক্ষা পর্ষদ।

Advertisement

পরীক্ষা শুরুর আগে শেষ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের স্বার্থে ২৭ জানুয়ারি দুপুর ১২ থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২ পর্যন্ত পোর্টাল খোলে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শেষ মুহূর্তে ৯৫৪ টি স্কুলের মোট ১৯৬৬ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয় অ্যাডমিট কার্ডের কার্ডের জন্য। তার মধ্যে ৮৬টি স্কুলের ১০৩ জন পড়ুয়ার অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুলগুলি।

শনিবার রাত ৮ টার পর, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ৮৬টি স্কুলে ১০৩ পড়ুয়ার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, ১ ফেব্রুয়ারি দুপুর ২ থেকে বিকেল পাঁচটার মধ্যে স্কুলগুলি যেন, তাদের ছাত্র-ছাত্রীদের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement