৩০ ডিসেম্বর, ১৮৬৫

বম্বেতে জন্মগ্রহণ করেন সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং। উনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকের অন্যতম সেরা ব্রিটিশ সাহিত্যিক কিপলিংকে ছোট গল্পের অন্যতম সেরা রূপকার বলা হয়। ভারতে ব্রিটিশ সেনাদের কাহিনি নিয়ে গল্প, কবিতা ও শিশু সাহিত্যের জন্য তিনি বিশেষ পরিচিত। তাঁর অন্যতম সেরা সাহিত্যসৃষ্টি ‘দ্য জাঙ্গল বুক’। এছাড়াও তাঁর অন্যতম বইগুলি— জাস্ট সো স্টোরিজ, কিম, দ্য ম্যান হু উড বি কিং, গুঙ্গা দিন উল্লেখযোগ্য।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০০:১৫
Share:

বম্বেতে জন্মগ্রহণ করেন সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং। উনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকের অন্যতম সেরা ব্রিটিশ সাহিত্যিক কিপলিংকে ছোট গল্পের অন্যতম সেরা রূপকার বলা হয়। ভারতে ব্রিটিশ সেনাদের কাহিনি নিয়ে গল্প, কবিতা ও শিশু সাহিত্যের জন্য তিনি বিশেষ পরিচিত। তাঁর অন্যতম সেরা সাহিত্যসৃষ্টি ‘দ্য জাঙ্গল বুক’। এছাড়াও তাঁর অন্যতম বইগুলি— জাস্ট সো স্টোরিজ, কিম, দ্য ম্যান হু উড বি কিং, গুঙ্গা দিন উল্লেখযোগ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement