Summer travel tips

গরমকালে ভ্রমণের আগে ব্যাগ গোছানোর তাড়া! সঙ্গে যেন থাকে ৭ প্রয়োজনীয় জিনিস

গ্রীষ্মকালে ভ্রমণের পরিকল্পনা থাকেই। কিন্তু সঙ্গে কয়েকটি জিনিস রাখতে পারলে, সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৭:২৩
Share:

গরমকালে ভ্রমণের জন্য সঙ্গে কী কী রাখা উচিত? ছবি: সংগৃহীত।

পাল্লা দিয়ে বাড়ছে গরম। এ দিকে মে মাসে অনেকেই ছুটির সময়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। প্রচণ্ড গরমে ভ্রমণের জন্য সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রাখতেই হবে। তা হলে গরমকে হার মানানো সম্ভব।

Advertisement

১) গরমের সময় ঘুরতে গেলে প্রয়োজনীয় ওষুধপত্র আগে ব্যাগে নিয়ে নেওয়া উচিত। বছরের এই সময়ে গরমের দাপটে ডিহাইড্রেশন, আমাশা, মাথাব্যথা, এমনকি ঘাম বসে সর্দিও হতে পারে। তাই সঙ্গে ওষুধ রাখলে সমস্যা হবে না।

২) নতুন জায়গায় পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল সঙ্গে রাখা উচিত। অনেক সময়েই পর্যটনকেন্দ্রে বেশি দামে জল বিক্রি করা হয়। আবার দুর্গম এলাকায় জল না-ও পাওয়া যেতে পারে। তাই সঙ্গে জলের বোতল রাখতে পারলে সুবিধা হবে।

Advertisement

৩) ঘুরতে গিয়ে জিপিএস, ছবি বা ভিডিয়ো রেকর্ড করা-সহ নানা কাজে ফোনের ব্যবহার বেড়ে যায়। আজকাল ভ্রমণের সময়ে প্রয়োজনীয় নথির ডিজিটাল সংস্করণ মানুষ ফোনেই রাখতে অভ্যস্ত। তাই পথে ফোনের চার্জ যাতে না শেষ হয়, তার জন্য একটি বা দু’টি পাওয়ার ব্যাঙ্ক রাখলে আর ভয় থাকবে না।

৪) পাওয়ার ব্যাঙ্কের মতোই এখন ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টর। দেশে বা বিদেশে এটি সঙ্গে থাকলে হোটেলে ক্যামেরা, মোবাইল বা ল্যাপটপ চার্জ দিতে সুবিধা হবে।

৫) বছরের এই সময়ে বৃষ্টি হতে পারে। তাই সঙ্গে একটি ছোট তোয়ালে এবং ছাতা অবশ্যই রাখা উচিত। এর ফলে রোদ থেকেও রেহাই পাওয়া সম্ভব।

৬) গরমের দিনে, বিশেষ করে সমুদ্রসৈকতে ঘুরতে গেলে সঙ্গে সানস্ক্রিন রাখলে ত্বক ভাল থাকবে। সঙ্গে চাই রোদচশমা। এরই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে টিস্যু পেপার এবং স্যানিটাইজ়ার রাখা উচিত। এগুলি ব্যবহারের ফলে জীবাণু সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

৭) ঘুরতে গিয়ে বাড়তি ছোট প্লাস্টিকের ব্যাগ সঙ্গে রাখলে সুবিধা হবে। ব্যবহৃত পোশাক বা অন্যান্য জিনিসপত্র চটজলদি তার মধ্যে রাখা যায়। ঘুরতে গিয়ে প্রত্যেকেই কেনাকাটা করতে পছন্দ করেন। তাই ভাঁজ করা যায়, এমন কোনও ব্যাগ সঙ্গে রাখতে পারলে ফেরার সময় নতুন করে তা কেনার প্রয়োজন পড়বে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement