Air TRavel

Travel Hacks: ৫ উপায়: মেনে চললেই সস্তায় কাটতে পারেন বিমানের টিকিট

বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট কাটতে পারেন। ভাবছেন কোন উপায়ে এমনটা সম্ভব?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১২:৫৭
Share:

চেষ্টা করুন যাত্রার পাঁচ থেকে ছ’সপ্তাহ আগেই বিমানের টিকিট কেটে রাখার। ছবি: সংগৃহীত

বেড়াতে যেতে ভালবাসেন? তবে বেড়াতে যেতে মন চাইলেও ছুটির যে বড্ড অভাব! বিমানে যাতায়াত করলে বেশ খানিকটা সময় বাঁচে। কিন্তু টিকিটে দাম দেখে চোখ উঠে যায় কপালে।
বেড়াতে যাওয়ার জন্য সকলেরই একটা নির্দিষ্ট বা়জেট বরাদ্দ থাকে। সেই বাজেটের বেশির ভাগটাই যদি বিমানের টিকিট কিনতে চলে যায় তা হলে তো মুশকিল! বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট কাটতে পারেন। ভাবছেন কী উপায়ে এমনটা সম্ভব?

Advertisement

১) টিকিট কখন কাটছেন সেটাই আসল বিষয়: সস্তায় টিকিট কাটতে হলে আপনাকে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। যাত্রার দিন যত এগিয়ে আসবে টিকিটের দাম কিন্তু ততই বাড়তে থাকবে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই সেরে রাখুন। চেষ্টা করুন যাত্রার পাঁচ থেকে ছ’সপ্তাহ আগেই বিমানের টিকিট কেটে রাখার।

২) টিকিট কাটার সময় ছুটির দিনগুলি এড়িয়ে চলুন: চাহিদা বেশি থাকায় যে কোনও ছুটির দিনে বিমানের টিকিটের দাম স্বাভাবিক কারণেই বেশি থাকে। তাই চেষ্টা করুন বেড়াতে যাওয়ার সময় ওই দিনগুলি এড়িয়ে চলার। একই ভাবে সপ্তাহের শেষেও বিমানের টিকিটের দাম বেশি থাকে। ঘুরতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের দিনগুলি বেছে নিন।

Advertisement

প্রতীকী ছবি

৩) একাধিক ওয়েবসাইট তুলনা করে তবেই টিকিট কাটুন: কোনও একটি ওয়েবসাইটের উপর ভরসা করে টিকিট কেটে ফেলবেন না। অন্তত তিন চারটে ওয়েবসাইটে দাম দেখে তবেই টিকিটের বুক করুন। অনেক ওয়েবসাইটে টিকিটের দাম সাধারণত বেশি থাকে। পুরোটাই নির্ভর করে বিমান সংস্থার থেকে পাওয়া কমিশনের উপর।

৪) ইনকগনিটো ব্যবহার করুন: অন্য ওয়েবসাইটের মতো, বুকিং সাইটগুলিও আপনার ব্রাউজার থেকে পূর্ববর্তী অনুসন্ধান ইতিহাস সংরক্ষণ করে রাখে। বার বার আমরা যদি কোনও একটি নির্দিষ্ট রুটের বিমানের টিকিটের দাম বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখতে থাকি, তা হলে দাম অনেকটাই বেশি দেখাতে পারে। এ ক্ষেত্রে ইনকগনিটো ব্যবহার করলে সুফল পেতে পারেন।

৫) কানেক্টিং রুটের বিমানের টিকিট বুক করুন: হাতে যদি সময় থাকে তা হলে সরাসরি গন্তব্যে পৌঁছে দিতে পারে এমন বিমানের পরিবর্তে কানেক্টিং রুটের বিমানের টিকিট কাটতে পারেন। এ ক্ষেত্রে বিমানের টিকিটের দাম অনেকটা কম পড়ে। আপনি যদি ছাত্র হন তা হলে অনেক বিমান সংস্থাই টিকিটে বিশেষ ছাড় দেয়। তাই টিকিট কাটার সময় ভাল করে সেই নিয়ম জেনে নেওয়াই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন