Saving for Travel

বেড়ানোর নেশা চেপে বসেছে? শখ পূরণে কী ভাবে টাকা জমাতে পারেন কলেজ পড়ুয়ারা?

ছাত্রজীবনেও ভ্রমণের নেশা চেপে বসে। সেই শখ পূরণ করতে হলে দরকার অর্থ। পড়াশোনা করাকালীন কী ভাবে নিজের ইচ্ছা, স্বপ্ন পূরণ করা যায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭
Share:

ছাত্র বয়সে ভ্রমণের নেশা, অভিভাবকের কাছে হাত না পেতে অর্থ সংগ্রহ করা যায় কী ভাবে? ছবি: সংগৃহীত।

কিন্তু বাস্তবে তেমনটা হয় না। পর্যটনস্থল হিসাবে চিহ্নিত বা দর্শনীয় স্থান রয়েছে, এমন জায়গায় আত্মীয়, বন্ধুর বাড়ি যে থাকবেই, তার কোনও স্থিরতা নেই। গল্পের মতো বাড়িতে সব সময় তেমন দাদা, কাকাও পাওয়া যায় না যাঁর সঙ্গে গিয়ে অ্যাডভেঞ্চারের শরিক হওয়া যায়। ছোটবেলায় পরিবারের সঙ্গেই সাধারণত বেড়ানো হয়। একটু বড় হওয়ার পর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছাড়পত্র মেলে। কিন্তু সব সময় ঘোরা-বেড়ানোর অর্থ বাবা-মায়ের থেকে চেওয়া নেওয়া যায় না। কিন্তু ভ্রমণের নেশা চেপে বসলে, ঘরে কি থাকা যায়? কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা কী ভাবে বেড়ানোর শখ পূরণের জন্য টাকা জোগাড় করতে পারেন?

Advertisement

১। লক্ষ্য যদি বেড়ানো হয়, তা হলে সঞ্চয়ী হওয়া জরুরি। পড়াশোনার জন্য খরচের পরে যেটুকু হাতখরচ পাওয়া যায়, সঞ্চয় করা যায় তা থেকেও। অনাবশ্যক কেনাকাটি বা বাইরের খাওয়া এড়িয়ে অল্প করে হলেও প্রতি দিন কিছু কিছু টাকা জমাতে পারেন।

২। কলেজ পড়ুয়া হোন বা বিশ্ববিদ্যালয় স্তরের, আঁকাজোকা, গানবাজনা বা অন্য কোনও শখ থাকলে, তা থেকে উপার্জন করা যায় কি না, দেখতে পারেন। এই বয়সের পড়ুয়ারা গৃহশিক্ষকতা করে, আঁকা শিখিয়ে টুকিটাকি উপার্জন শুরু করতেই পারেন।

Advertisement

৩। অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক ভাবে টাকা রোজগারের সুযোগ মেলে এখন। ইউটিউব, ফেসবুকের মতো সমাজমাধ্যমে ভিডিয়ো, রিল, ভ্লগ করেও উপার্জন করা সম্ভব। নিজের কোনও গুণ, ভাললাগাকে কেন্দ্র করে সৃজনশীল কিছু করা যায় কি না, ভাবা যেতে পারে।

৪। পুজো-জন্মদিনের মতো অনুষ্ঠানে বড়রা পোশাক কেনার বা উপহারের জন্য টাকা দেন, সেগুলিও জমিয়ে রাখা যায়।

৫। টাকা বাড়িতে রাখলে সঞ্চয় হয়, কিন্তু সুদে বাড়ে না। ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের কথা ভাবতে পারেন। এমন স্কিম আছে, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট অর্থ জমা করা যায়। ৫ কিংবা ৭ বছর পরে জমানো অর্থের উপর সুদ মেলে। আবার ব্যাঙ্কে এককালীন টাকা জমালে সুদ পাওয়া যায়। এমন কোনও নিরাপদ এবং সুবিধাজনক প্রকল্প সঞ্চয় বৃদ্ধির জন্য ভাল উপায়।

৬। বেড়ানোর পাশাপাশি ছবি তোলার শখ থাকলে বা লেখালেখির আগ্রহ থাকলে ফ্রি-ল্যান্সিংয়ের কথাও ভাবতে পারেন। অনেক সময় সংবাদমাধ্যম, ম্যাগাজ়িন বা অনলাইন পোর্টালে এই ধরনের কাজের জন্য ফ্রিল্যান্সার নেওয়া হয়। আবার অনেক সংস্থাই বেড়াতে গিয়ে গবেষণামূলক লেখার জন্য লোক খোঁজে। এমন ধরনের কাজের খোঁজ করতে পারেন, যেখানে পড়াশোনা করে, কিছুটা সময় কাজ করে উপার্জন করা সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement