Travel Tips

বিদেশে পড়াশোনা করতে যাবেন? কোন কোন জিনিস মনে করে ব্যাগে রাখতেই হবে?

উচ্চশিক্ষার জন্য যদি বিদেশ যান, তা হলে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে। বিশেষ করে ব্যাগ গোছানোর সময়ে কোন কোন জিনিস মনে করে গুছিয়ে নেবেন, তা জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১০:৩৩
Share:

বিদেশযাত্রার আগে কী কী ব্যাগে রাখবেন? ছবি: ফ্রিপিক।

বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। দ্বাদশ শ্রেণির পরে কিংবা উচ্চশিক্ষার জন্য যদি বিদেশযাত্রার সুযোগ আসে, তা হলে কিছু বিষয় মাথায় রেখেই এগোনো উচিত। আগে দেখে নিতে হবে, যে বিষয়টি নিয়ে পড়তে চাইছেন, তা কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেখানে পাঠদানের পদ্ধতি কী, আপনি সেই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, কোন বিশ্ববিদ্যালয় কেমন আর্থিক সুযোগ-সুবিধে দেবে ইত্যাদি। সেই সঙ্গেই মাথায় রাখতে হবে, বিদেশ যাওয়ার সময়ে ঠিক কী কী জিনিস অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

Advertisement

বাইরে পড়তে যাওয়ার আগে কী কী জিনিস ব্যাগে গুছিয়ে নেবেন?

১) পাসপোর্ট ও ভিসার কাগজপত্র আগে ব্যাগে ভরে নেবেন।

Advertisement

২) সাধারণত ছাত্রের এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সমস্ত ফর্ম্যালিটি পূরণ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে শেষ চিঠিটি ছাত্রকে পাঠানো হয়, সেটিকে বলে ‘ক্যাস’— কনফারমেশন অফ অ্যাকসেপট্যান্স ফর স্টাডিজ়। ভিসার ক্ষেত্রে সবার আগে এই ‘কনফার্মড অ্যাডমিশন লেটার’ লাগে। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে যে সব তথ্য চাওয়া হয়েছিল তার সব ক’টির কপি নিতে হবে।

৩) স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি) সঙ্গে রাখতে হবে। কী কী বিষয় পড়েছেন, পড়াশোনার বাইরে কী কী করেছেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বাছাই করলেন কেন, ভবিষ্যতে কী করতে চান— এমন বেশ কিছু তথ্য ওই এসওপিতে থাকতে হবে। সেগুলি গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে।

৪) যে দেশেই যান, সেখানে ভারতীয় দূতাবাসের নম্বর অবশ্যই সঙ্গে রাখতে হবে। পাশাপাশি, নিজের জন্মের শ‌ংসাপত্র, যে বাড়িতে বা হস্টেলে উঠবেন সেখানকার কাগজপত্র সঙ্গে রাখতে হবে। বিদেশে গিয়ে কোনও সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন, তা-ও আগে থেকে জেনে নেবেন।

৫) রোজের ব্যবহারের জিনিসপত্র, যেমন হ্যান্ড ওয়াশ, দাঁতের মাজন, ব্রাশ, স্যানিটারি সোপ, শ্যাম্পু-কন্ডিশনারের বোতল, পারফিউম ইত্যাদি নিতেই হবে। পুরুষেরা মনে করে ব্যাগে নিন দাড়ি কামানোর সরঞ্জাম, মেয়েরা সঙ্গে রাখুন দরকারি স্যানিটারি প্যাড।

৬) পাওয়ার ব্যাঙ্ক, চার্জার অবশ্যই ব্যাগে রাখুন মনে করে। অবশ্যই জরুরি কিছু ওষুধপত্র সঙ্গে রাখতে হবে। শ্বাসজনিত সমস্যা থাকলে ইনহেলার অবশ্যই ব্যাগে ঢোকাবেন।

৭) বিদেশে টাকাপয়সা বদলানোর বিষয়টা সবচেয়ে জরুরি। যে দেশে যাচ্ছেন, সেখানকার মুদ্রার বিনিময়মূল্য ভারতীয় মুদ্রায় ঠিক কী হতে পারে, প্রথমে তার একটা আন্দাজ করে নিতে হবে। হিসেব করার সময়ে একটু বেশি করেই টাকা ধরবেন এবং সঙ্গে নিয়ে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement