বিমান নিয়ে ওড়ার আগে সুগন্ধি মাখতে পারেন না চালকেরা, কেন? ছবি: সংগৃহীত।
বিমানচালকদের সব সময় নির্দিষ্ট পোশাকে, ফিটফাট দেখেন। কিন্তু জানেন কি, বিমান নিয়ে ওড়ার আগে ইচ্ছামতো সুগন্ধি তাঁরা মাখতে পারেন না? এটা যে কড়া নিয়ম তা নয়, তবে এর নেপথ্যে রয়েছে গুরুতর কারণ।
বিমানযাত্রীদের নিরাপত্তার গুরুদায়িত্ব থাকে বিমানচালকদের উপর। সে কারণেই তাঁদের স্বাস্থ্যের দিকে যেমন নজর থাকে, তেমনই পরীক্ষা করা হয় কোনও রকম অ্যালকোহল জাতীয় পানীয় তিনি খেয়েছেন কি না। বিমান ওড়ার আগেই চালকদের সেই পরীক্ষা দিতে হয়। রক্তে অ্যালকোহল রয়েছে কি না দেখা হয় ‘ব্রিদলাইজ়ার টেস্ট’-এর মাধ্যমে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-র নিয়মানুযায়ী বিমানচালকদের এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যেহেতু বেশির ভাগ সুগন্ধিতেই অ্যালকোহল থাকে বা স্যানিটাইজ়ারেও থাকে, সে কারণে এই পরীক্ষার আগে তা এড়িয়ে চলতেই বলা হয়।
বিমানচালকদের একটি সংগঠনের সাধারণ সচিব ক্যাপ্টেন অনিল রাও বলছেন, ‘‘পরীক্ষার ঠিক আগে কেউ স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করলে বা কানের দু’পাশে বেশি পরিমাণে সুগন্ধি মাখলে সেটি বাষ্পীভূত হয়ে যন্ত্রে ধরা দিতে পারে। সেই সমস্যা এড়াতেই এমন পন্থা।’’ বিমানচালকদের একটি উড়ান সংস্থার অধিকর্তা বিমানচালক তোমর অধেশ জানাচ্ছেন, ব্রিদঅ্যানালাইজ়ার যন্ত্রটি এতটাই শক্তিশালী, খুব সামান্য মাত্রার .০০০১ শতাংশ অ্যালকোহলও ধরে ফেলতে পারে। ফলে সুগন্ধি ব্যবহার করলে ভুল রিপোর্ট আসতে পারে। এমনটা হলে বিমানচালককে যে শুধু বিমান চালাতেই দেওয়া হবে না তা নয়, তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করা হতে পারে।
অনিল জানাচ্ছেন, বিষয়টি শুধু যন্ত্রে ফুঁ দেওয়া নয়। এই পরীক্ষায় বেশ জোরে শ্বাস ছাড়তে হয়। সে কারণেই বিভিন্ন বিমান সংস্থা চালকদের পরীক্ষার আগে সুগন্ধি বা অ্যালাকোহলযুক্ত কোনও প্রসাধনী, স্যানিটাইজ়ার ব্যবহার করতে বারণ করা হয়। ক্যাপ্টেন তোমর জানাচ্ছেন, এই পরীক্ষা হয়ে গেলে অবশ্য অ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহারে অসুবিধা থাকে না।