ইনদওরের জল সংকট নতুন নয়। বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি, দাবি বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ শহরের মূল পাইপলাইনের উপর তৈরি হয়েছে শৌচাগার। সেখানেই জমা হচ্ছে যাবতীয় বর্জ্য। ছিদ্র হয়েছে জলের পাইপে। বিষাক্ত এই জল পান করেই অসুস্থ হয়ে পড়ছেন ভগীরথপুরা এলাকার বাসিন্দারা।