সংসদে সোমবার অপারেশন সিঁদুর-এর সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কাকতালীয় ভাবে সে দিনই জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারত। অপারেশন মহাদেব-এ খতম তিন জঙ্গি। সূত্রের খবর, নিহতদের জঙ্গিদের এক জন পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত। তবে, নিহত জঙ্গিদের পরিচয় এখনও নিশ্চিত করেনি সেনা।