তমলুকের বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস রোগে আক্রান্ত। যাকে ডাক্তারি পরিভাষায় জিআই সেপসিস বলা হয়। শনিবার থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে যাওয়া হল দিল্লি। চিকিৎসা হবে দেশের সব চেয়ে খ্যাতনামা সরকারি হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমসে)।