বুধবার চাকরিহারাদের একাংশকে নিয়ে এসএসসি অফিসে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষাদফতরেও যাওয়ার কথা ছিল তাঁর। মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য একটি আবেদনপত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে তুলে দেওয়ার কথা ছিল। তার আগেই ডিআই অফিসের ঘটনা। এসএসসি দফতরের সামনে চিঠি ছিঁড়ে ফেলেন তমলুকের সাংসদ।