Jalpaiguri Storm

‘মুখ্যমন্ত্রী সময় নষ্ট না করে রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন’ নাম না করে শুভেন্দুকে খোঁচা অভিষেকের

দলের গোটা সংগঠনকে দুর্গতদের সাহায্যার্থে নেমে পড়ার নির্দেশ দেন অভিষেক।

সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন
জলপাইগুড়ি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ২১:১৬
Share:
Advertisement

রবিবার বিকেলে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি-সহ বিভিন্ন এলাকা। ঝড়ের অভিঘাতে এখনও অবধি মৃত পাঁচ, কয়েকশো জখম, তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতেই বাগডোগরা পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান জলপাইগুড়ি সদর হাসপাতালে। এক্স হ্যান্ডেলে দুর্যোগধস্ত জলপাইগুড়ির মানুষকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করেন অভিষেক। অভিষেক জানান, ‘মুখ্যমন্ত্রী অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে মানুষের পাশে থেকেছেন।’‘এটা রাজনীতির সময় নয়,’ বিরোধীদের কটাক্ষও করেন অভিষেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement