আইপ্যাকের অফিসের ফাইলের গোছা মুখ্যমন্ত্রীর গাড়িতে। গাড়ি ঘিরে দাঁড়িয়েছিলেন পুলিশকর্মীরা। প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছোন মমতা। পুলিশ তাঁর গাড়িতে ফাইল রেখে আসার অনেক পরে আইপ্যাকের দফতর থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। মুখোমুখি হন সাংবাদিকদের।