কেউ বড় ডাক্তার হতে এসেছিলেন। কেউ বা হস্টেলের ভরসায় একটা স্বচ্ছল জীবনের খোঁজে। ১২ জুন দুপুরে সেই সব স্বপ্ন চুরমার। এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১ ভেঙে পড়ে অহমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের মেস ও হস্টেলে। শুধু ডাক্তারি পড়ুয়া বা আবাসিক চিকিৎসকেরাই নন, মারা যান হস্টেলের সঙ্গে যুক্ত আরও অনেকে।