১২ জুনের পর আর চায়ের দোকান খোলা হয়নি সীতাবেন আর সুরেশের। কিরীতসিংহ এখনও ভুলতে পারেননি সেই দুপুরে আসা ফোন। এখনও তাঁর প্রশ্নের উত্তর পাননি বড়াসাব সঈদ। দায় কার? কী কারণে উড়ানের ৩২ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে অহমদাবাদ থেকে ইংল্যান্ডের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ছ’মাস পরেও সেই দুর্ঘটনায় মৃতের প্রিয়জনদের জীবন আটকে রয়েছে ১২ জুনেই।