ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামল আমেরিকা। নাতান্জ়, ফোরডো এবং ইসফাহানে তিন পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। শান্তি সমঝোতায় রাজি না হলে করুণ পরিণতি হবে ইরানের, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিম এশিয়ার যুদ্ধ কি এ বার গোটা বিশ্বকে জড়িয়ে নেবে?