১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীদের চিহ্নিত করা হয়েছিল। নির্বাচনী প্রচার চলাকালীনই ট্রাম্প অবৈধ অভিবাসীদের উপর ‘ক্র্যাকডাউনে’র হুমকি দেন। এ বারে হাতেনাতে ব্যবস্থা। সামরিক বিমানে ফেরত পাঠানো হল অবৈধ ভারতীয় অভিবাসীদের। সূত্রের খবর, ভারত সরকার হোয়াইট হাউসকে ওই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সাহায্য করেছে।
ভ্রম সংশোধনী: ৪ ফেব্রুয়ারি, এনডিটিভি জানায় ২০৫ জনকে ফেরত পাঠানো হচ্ছে। পিটিআই সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, ২০৫ নয়, ওই বিমান থেকে ১০৪ জন অমৃতসরে নেমেছেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।