একটা হিট গান এক জন নায়ককে সুপারস্টার বানাতে পারে। আবার তেমনই এক জন হিট নায়ক একটা গানকে হিট করাতে পারে। জিৎ গঙ্গোপাধ্যায়ের গান এবং দেবের পারফর্ম্যান্স। তাঁরা একে অপরের সাফল্যের পরিপূরক। দেব-জিৎ জুটির প্রথম হিট ছবি দিয়ে যে সফর শুরু হয়েছিল, তা আজও সমান জনপ্রিয়। ‘প্রজাপতি ২’ তে ফিরল এই জনপ্রিয় জুটি। আনন্দবাজার ডট কমের সঙ্গে আড্ডায় নস্টালজিয়ায় ভাসলেন দু’জনে।