যাদবপুর ক্যাম্পাসে ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ। স্করপিও’র চাকায় ছাত্রকে পিষে দেওয়ার অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। পাল্টা তৃণমূল ঢুকিয়ে ক্যাম্পাস দখলের হুঁশিয়ারি শাসকের। পয়লা মার্চের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক এবং অবধারিত ভাবেই শিরোনামে আবারও যাদবপুর। ক্যাম্পাসের ভিতরে আবারও পুলিশ। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পুলিশ ছাড়া ক্যাম্পাসে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীও যেখানে ক্যাম্পাসে পুলিশ ঢোকানোর বিরোধিতা করলেন, সেখানে কার নির্দেশে সোমবার যাদবপুরের পা রাখলেন সাদা উর্দিধারীরা?