সিনেমার বিশ্ব-মঞ্চ। বাঙালি পরিচালক। প্রথম আন্তর্জাতিক সম্মান। প্রাপ্তির সেই মুহূর্তে তিনি ভোলেননি প্যালেস্টাইনের কথা। অনুপর্ণা রায়। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শুধু ভারতীয় সিনেমাকেই গর্বিত করেননি; ফিরিয়ে এনেছেন বাঙালির আন্তর্জাতিকতার অহঙ্কার। প্যালেস্টাইনের কথা মনে করানো তাঁর দায়িত্ব বলেই মনে করেছেন অনুপর্ণা।