মূর্তি পুজোর পাশাপাশি লক্ষ্মীর সরার চল দীর্ঘ দিনের। সরার রকমফের সাক্ষ্য দিচ্ছে দুই বাংলার স্থানিক লোকায়ত শিল্প ঘরানার।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ০৯:১০
Share:
Advertisement
দুর্গা সরা। লক্ষ্মী সরা। কোথাও সরায় লক্ষ্মীর দুই সহচরী— জয়া, বিজয়া। কোথাও রাধা-কৃষ্ণ বা লক্ষ্মী-নারায়ণ যুগলে। ফরিদপুরের সুরেশ্বরী সরা, ঢাকাই সরা আঙ্গিকে আলাদা। পৃথক অঙ্কন রীতিতেও। সরার এই শৈলীতে মিশে আছে দুই বাংলার যুক্তসাধনার ধারাও।