এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তি। এটিএম মেশিনে কার্ড আটকে গিয়েছে। কার্ড বের করতে পারছেন না। দেওয়ালের গায়ে লেখা হেল্পলাইনে ফোন করতেই দফায় দফায় টাকা গায়েব। এই হেল্পলাইনগুলো কতটা ভরসাযোগ্য? কার্ড আটকে গেলে কাকে জানাবেন? জানালেন সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়।