রাতের নৈঃশব্দ চিরে সাইরেন, আকাশ আলো করে ক্ষেপণাস্ত্রের আছড়ে পড়া। ইজ়রায়েলি বোমার আওয়াজে ঘুম হত না। গত কয়েক দিন কেটেছে তীব্র উৎকণ্ঠায় আর আতঙ্কে। বিদেশে পড়তে গিয়ে যে এ রকম বিপদে পড়তে হবে কে জানত। দেশের মাটিতে পা রেখে স্বস্তির শ্বাস ছাড়ছেন ইরানে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা।