২৯ দিনের কর্মবিরতির পর স্বাস্থ্যভবন অভিযানের কথা ছিল আশাকর্মীদের। সকাল থেকেই তাই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সল্টলেকে স্বাস্থ্য দফতরকে। বসানো হয় উঁচু ব্যারিকেড। আর সেই বাধা অমান্য করে স্বাস্থ্যভবনে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারী আশাকর্মীদের। কিন্তু কেন বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের আশাকর্মীরা? কী তাঁদের দাবি?