ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ। বিরোধিতা করেছেন উগ্র জাতীয়তাবাদের, নেশন-স্টেটের। এ দিকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে সে ভাবে অংশই নেয়নি আরএসএস। বরং জাতীয়তাবাদকে কেন্দ্র করেই সঙ্ঘের যাবতীয় নেশন-ভাবনা।
ঘটনাচক্রে শতবর্ষে এসে সেই রবীন্দ্রনাথকেই আঁকড়ে ধরল আরএসএস।