জঙ্গি হামলায় ভূসর্গ বারবার আহত হলেও জঙ্গিদের মূল লক্ষ্য সেনারাই ছিল। তবে পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৫ জন পর্যটক। বেছে বেছে নিরস্ত্র পর্যটকদের টার্গেট করে খুন করে জঙ্গিরা। নাশকতার বদলে যাওয়া ধরণ ও পদ্ধতি ভয় ধরায় সকলের মনেই। ভূসর্গের অর্থনীতি পযটনশিল্প নির্ভর। জম্মু-কাশ্মীরবাসীদের মনে আশঙ্কা, আর কোনও দিনও পর্যটক ফিরে পাবে কি ভূসর্গ?