দ্বিতীয় দীপাবলির সাক্ষী থাকতে চলেছে রামমন্দির। ধন্নীপুরে ‘নতুন বাবরি মসজিদে’র জমি কিন্তু অন্ধকারেই ডুবে থাকবে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১০
Share:
Advertisement
পাঁচ বছর আগে মিলেছে বাবরির বিকল্প মসজিদ তৈরির জায়গা। তবুও গাঁথা হয়নি একটা ইটও। এ বার ধন্নিপুর মসজিদ নির্মাণের নকশা খারিজ করল অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি। কাঁটাতার ঘেরা প্রান্তরে প্রস্তাবিত মসজিদের নকশা নিয়ে একা দাঁড়িয়ে সাইনবোর্ড।