বলিউডের স্টার কিড বাবিল খান। ইরফান খানের ছেলে। আচমকাই খবরের শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় বাবিল খানের একটি ভিডিয়ো ভাইরাল। দেখা যায় মানসিক ভাবে বিধ্বস্ত বাবিল। ভিডিয়োয় তাঁকে কাঁদতে দেখা যায়। পরে ভিডিয়ো ডিলিট করেন বাবিল, সরিয়ে নেন ইনস্টা প্রোফাইল।