১০ দিনের চিন সফরে ২২ সদস্যের বাংলাদেশি দল। কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চিন সফরে বিএনপি, বিপ্লবী ওয়াকার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় পিপলস্ পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় দল, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক-সহ এক গবেষক এবং দুই সাংবাদিক। জানুয়ারিতেই চিন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মাস ঘুরতে না ঘুরতেই আবার চিন সফরে বাংলাদেশি প্রতিনিধি দল। কেন এতো ঘনঘন চিন সফর করছে বাংলাদেশ?