আগুনে পুড়ে ছাই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনবহুল বস্তি। কম করে ৮০,০০০ মানুষের বাস। মঙ্গলবার সন্ধ্যায় আগুনের গ্রাসে ঢাকার সেই কড়াইল বস্তি। ঘটনাস্থলে দমকলের ১৯টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগল ১৬ ঘণ্টা। আহতদের দ্রুত আরোগ্য এবং গৃহহীনদের সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুহাম্মদ ইউনূস। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, শুরু হয়েছে তদন্ত।